শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

সাধুদের ধূমপান ছাড়ার পরামর্শ

কলকাতা প্রতিনিধি

উত্তর প্রদেশে আয়োজিত কুম্ভমেলায় গিয়ে সাধু-সন্ন্যাসী ও দর্শকদের ধূমপান ছাড়ার পরামর্শ দিয়েছেন ভারতের বিশিষ্ট যোগগুরু বাবা রামদেব। তিনি বলেছেন, ‘ভগবান রাম এবং কৃষ্ণ-তাদের জীবনে কখনো ধূমপান করেননি, তবে আমরা কেন তা করব? আমাদেরও ধূমপান ছেড়ে দেওয়ার সংকল্প নিতে হবে। আমরা সাধুরা বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে আমাদের ঘরবাড়ি, মা-বাবাসহ সব কিছু ত্যাগ করেছি। তাহলে ধূমপান ছাড়তে পারব না কেন?’ বিশিষ্ট এই যোগগুরু গত বুধবার মেলা পরিদর্শনে গিয়ে সন্ন্যাসীদের কাছ থেকে হুক্কো টানার পাইপ সংগ্রহ করার পাশাপাশি তাদেরকে তামাক বর্জন করার আবেদন জানান। যখন তাকে জিজ্ঞাসা করা হয়, এই হুক্কোর পাইপগুলোকে নিয়ে তিনি কি করবেন? এর উত্তরে রামদেব জানান, ভবিষ্যতে তিনি একটি সংগ্রহশালা করবেন এবং সেখানেই এ সমস্ত পাইপগুলোকে প্রদর্শনের জন্য রাখা হবে। প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি মকর সংক্রান্তির দিন থেকে এই কুম্ভমেলা শুরু হয়েছে এবং চলবে টানা ৫৫ দিন। অর্থাৎ মেলা শষ হবে আগামী ৪ মার্চ। এটি একটি হিন্দু উৎসব। এ উপলক্ষে ধর্মপ্রাণ হিন্দুরা তীর্থস্নান করতে আসেন।

সারা বিশ্বের মধ্যে এটাই বৃহত্তম শান্তিপূর্ণ জনসমাবেশ হিসেবে খ্যাত। এবারে এ মেলায় প্রায় ১৩ কোটি পুণ্যার্থী জমায়েত হবেন বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ খবর