শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রিহ্যাব মেলায় অফারের ছড়াছড়ি

নিজস্ব প্রতিবেদক

ফ্ল্যাটের বুকিং দিলেই একসঙ্গে তিনটি দেশে ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতা। আবার ঋণ গ্রহণে আগ্রহীরা নিজেদের নাম মেলায় গিয়ে লিপিবদ্ধ করলেই ঋণদাতা প্রতিষ্ঠান নিজে উদ্যোগী হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করবে। এ ধরনের আরও আকর্ষণীয় সব অফার ও সুযোগের ছড়াছড়ি এবারের রিহ্যাব মেলায়। গতকাল দুপুরের পর থেকেই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব মেলায় আগ্রহীদের উপস্থিতি চোখে পড়ে। আয়োজক কর্তৃপক্ষ জানান, মেলা উদ্বোধনের পরের দিনেই বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে আবাসন  মেলা নিয়ে মানুষের মাঝে ক্রমেই আগ্রহ তৈরি হচ্ছে। সরেজমিন দেখা যায়, ক্রেতা ও আগ্রহী দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে আবাসন কোম্পানিগুলোর দেওয়া অফার  যাচাই-বাছাই করছেন। বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর কর্মীরাও আগ্রহ সহকারে দর্শকদের বিভিন্ন প্রকল্পের বিস্তারিত তুলে ধরছেন। রূপায়ণ সিটি উত্তরার স্টলে কথা হয় মগবাজার থেকে আসা ব্যবসায়ী এনায়েত করিমের সঙ্গে। তিনি জানান, ঢাকার উত্তরে একটি প্লট কিনবেন বলে ঠিক করেছেন। রিহ্যাব মেলায় এসে যাচাই-বাছাই করছেন। পছন্দ হলে বুকিং দিয়ে  দেবেন। রূপায়ণ স্টলের বিক্রয় প্রতিনিধিরা বাংলাদেশ প্রতিদিনকে জানান, উত্তরা ১২ নম্বর সেক্টরে তাদের নতুন প্রকল্পের কাজ আগামী বছরের মধ্যে শেষ হচ্ছে। এরই মধ্যে এই প্রকল্প নিয়ে ক্রেতাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। পূর্বাচল আমেরিকান সিটির স্টলে গতকাল বেশ ভিড় দেখা যায়। ইউএস-বাংলা এসেটের সহযোগী এই প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজার মীর গোলাম মোর্শেদ এমরান বলেন, মেলা উপলক্ষে এই স্টলে বাউন্ডারিওয়ালসহ রেডি প্লটে এককালীন মূল্য পরিশোধে ২৫% ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া মেলায় বুকিং দিলেই ক্রেতারা তিনটি দেশ (সিঙ্গাপুর, ব্যাংকক ও মালয়েশিয়া) ভ্রমণের সুযোগ পাবেন। রাজধানীর বারিধারা, গুলশান, নিকেতন, বসুন্ধরা, এলিফ্যান্ট রোড, হাতিরপুল, কল্যাণপুর, রাজারবাগসহ বিভিন্ন এলাকায় আকর্ষণীয় অ্যাপার্টমেন্ট নিয়ে ক্রেতাদের সামনে উপস্থিত হয়েছে নাভানা। মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনও। এই স্টল থেকে আগ্রহীরা ফ্ল্যাট ঋণ, আবাসন মেরামত ঋণ ইত্যাদি বিষয়ে খোঁজখবর করছেন। বেশির ভাগই ফ্ল্যাট নির্মাণ ঋণ সম্পর্কে খোঁজ নিচ্ছেন। তবে আগ্রহীরা নিজেদের নাম ঠিকানা এই স্টলে লিপিবদ্ধ করে গেলে পরে হাউস বিল্ডিং কর্তৃপক্ষই আগ্রহীদের সঙ্গে ঋণসংক্রান্ত ব্যাপারে যোগাযোগ করছেন। এতে ঋণগ্রহীতাদের কাজ আরও সহজ হয়ে যাচ্ছে। মেলায় আবাসন প্রতিষ্ঠান ছাড়াও বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকও অংশ নিয়েছে।

এগুলো হচ্ছে- ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক। সাউথইস্ট ব্যাংকের স্টলে ব্যাংকটির জ্যেষ্ঠ কর্মকর্তা বিশ্বজিৎ দাস বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মেলা উপলক্ষে ১২ মাস থেকে সর্বোচ্চ ২৪০ মাসের হোম লোনের সুবিধা দিচ্ছে আমাদের ব্যাংক। একজন গ্রাহক সর্বোচ্চ এক কোটি ২০ লাখ টাকার লোন নিতে পারবেন।

সর্বশেষ খবর