বুধবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

প্রচার-প্রচারণা শেষ কাল ঢাকা উত্তর সিটি ভোট

নিজস্ব প্রতিবেদক

ভোট নিয়ে মানুষের আগ্রহ না থাকলেও ঢাকা উত্তর সিটির মেয়র পদের উপনির্বাচনের প্রচার-প্রচারণা গতকাল মধ্যরাতে শেষ হয়েছে। ভোটগ্রহণের সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী মালামাল পৌঁছে দেওয়া হবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডে মেয়র পদে এবং উত্তর ও দক্ষিণ সিটির নতুন ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদে এই ভোট হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং দক্ষিণের নতুন ১৮ ওয়ার্ডের নির্বাচনী এলাকায় বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্টরা সাধারণ ছুটির বাইরে থাকবে। ঢাকা উত্তরের মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে, জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে, এনপিপির আনিসুর রহমান দেওয়ান আম প্রতীক নিয়ে, স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম টেবিল ঘড়ি প্রতীক নিয়ে এবং পিডিপির শাহীন খান বাঘ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইসির যুগ্ম-সচিব এস এম আসাদুজ্জামান জানান, উত্তর সিটির নির্বাচনী এলাকায় আজ ২৭ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ২৪ ঘণ্টা যন্ত্রচালিত যানচলাচলে নিষেধাজ্ঞা থাকবে। সেই সঙ্গে গত ২৬ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১ মার্চ মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তবে উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মহাসড়ক ছাড়াও আন্তজেলা ও মহানগর থেকে বের হওয়ার জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক, প্রধান প্রধান রাস্তার সংযোগ সড়ক বা উক্তরূপ সকল রাস্তায় নিষেধাজ্ঞা শিথিল থাকবে। তিনি জানান, ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর এবং দক্ষিণ সিটির সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ড ও ১২টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে সাধারণ নির্বাচন হবে আগামীকাল বৃহস্পতিবার। এ ছাড়া ঢাকা উত্তর সিটির ৯ ও ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারা যাওয়ায় সেখানে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। ৯ নম্বর ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ভোটের আর প্রয়োজন হচ্ছে না।

নিরাপত্তা : প্রতিটি সাধারণ কেন্দ্রে ১৯ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭২ জন ও দক্ষিণ সিটিতে ২৪ জন নির্বাহী হাকিম নিয়োজিত রয়েছেন। বিচারিক হাকিম রয়েছেন ২৪ জন।

প্রার্থী ৩২২ জন : উত্তর সিটি মেয়র পদে ৫ জন; উত্তরের সম্প্রসারিত ১৮ ওয়ার্ড : সাধারণ কাউন্সিলর পদে ১১৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন। উত্তরের ৯ নম্বর ওয়ার্ড : একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া উত্তরের ২১ নম্বর ওয়ার্ড সাতজন প্রার্থী রয়েছেন। দক্ষিণের সম্প্রসারিত ১৮ ওয়ার্ড : সাধারণ ওয়ার্ডে ১২৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ২৪ জন প্রার্থী রয়েছেন।

উত্তর সিটি : সাধারণ ওয়ার্ড ৫৪, সংরক্ষিত ওয়ার্ড ১৮, ভোটকেন্দ্র ১ হাজার ২৯৫, ভোটকক্ষ ৬ হাজার ৪৮২, ভোটার ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন; পুরুষ ১৫ লাখ ৬৩ হাজার ৫৩০, নারী ১৪ লাখ ৭২ হাজার ৯১। নতুন সাধারণ ওয়ার্ড ১৮, সংরক্ষিত ৬, ভোটকেন্দ্র ২৪৩, ভোটকক্ষ ১ হাজার ৪৭২, ভোটার ৫ লাখ ৯০ হাজার ৭০৫; পুরুষ ২ লাখ ৯৮ হাজার ২৮৫, নারী ২ লাখ ৯২ হাজার ৪২০। দক্ষিণ সিটির নতুন সাধারণ ওয়ার্ড ১৮, সংরক্ষিত ৬, ভোটকেন্দ্র ২৩৫, ভোটকক্ষ ১ হাজার ২৫২, ভোটার ৪ লাখ ৯৬ হাজার ৭৩৫; পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৪৯৭, মহিলা ২ লাখ ৪২ হাজার ২৩৮ জন।

সর্বশেষ খবর