সোমবার, ৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

একটি জঘন্যতম বর্বরতা

-সেলিনা হোসেন

একটি জঘন্যতম বর্বরতা

ফেনীতে মাদ্রাসা ছাত্রীর গায়ে আগুন দেওয়ার ঘটনাটিকে ‘বর্বর আচরণ’ বলে মন্তব্য করেছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। তিনি আরও বলেন, এ ধরনের বর্বর আচরণ সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের বড় দৃষ্টান্ত। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সেলিনা হোসেন এসব কথা বলেন। এই  কথাসাহিত্যিক আরও বলেন, সমাজ প্রগতির ধারায় এ বর্বরতা নিঃসন্দেহে একটি জঘন্যতম আচরণ, যা মানবজীবনের পক্ষে একটি অভিশাপ। আমরা মনে করি, মূল্যবোধের ধারায় চেতনাগত দিক থেকে মানুষকে সুস্থ আচরণে ফিরিয়ে আনার জন্য সরকারকে বড় উদ্যোগ গ্রহণ করতে হবে। কারণ এ ধরনের দৃষ্টান্ত বার বার সংঘটিত হবে এবং আমাদের মর্মাহত করবে এটা কোনোভাবেই প্রত্যাশিত নয়। সেলিনা হোসেন মনে করেন, এই দায় রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছেন তারা যেমন গ্রহণ করবেন, তেমনি ব্যক্তি পর্যায়ে বিবেকবান মানুষকেও এসব প্রতিরোধের জায়গায় নিজেদের অবস্থান নির্ধারণ করতে হবে।

তিনি বলেন, এ ধরনের ঘটনায় পরিবার থেকে যেমন প্রতিরোধ আসবে, তেমনি রাষ্ট্রের সুশাসন থেকেও একই বর্বরতার বিরুদ্ধে বড় জায়গা তৈরি করতে হবে, যেন মানুষ এ ধরনের আচরণ করে পার পেয়ে না যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর