শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

নয়াপল্টন অফিসে বগুড়া বিএনপির দুই গ্রুপে হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বগুড়া জেলা বিএনপির দুই গ্রুপের নেতা-কর্মীরা হাতাহাতিতে জড়িয়েছেন। গতকাল বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বগুড়া জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক পরিমল চন্দ্র দাস ও  জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান হিমুর দল এবং অঙ্গসংগঠনের পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামকে সতর্ক করে দিয়েছে কেন্দ্র। বগুড়া জেলা বিএনপির নেতাদের এক সপ্তাহের মধ্যে আহ্বায়ক কমিটি গঠনেরও নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। জানা যায়, গতকাল বেলা ১টার দিকে বগুড়া জেলা বিএনপির কমিটির প্রায় অর্ধশত নেতার সঙ্গে স্কাইপিতে কথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই বৈঠকে রাজশাহী বিভাগে বিএনপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক চন্দন উপস্থিত ছিলেন। তারেক রহমানের সঙ্গে কথাবার্তা শেষ করে বরকত উল্লাহ বুলু বগুড়া জেলা বিএনপির নেতাদের জানান, আগামী এক সপ্তাহের মধ্যে বগুড়া জেলার আহ্বায়ক কমিটি গঠন করে দিতে হবে। এ নিয়ে বগুড়ার নেতারা জানান, এটা সম্ভব নয়। এ সময় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তর্কে জড়ান বগুড়ার কোনো কোনো নেতা। পরিস্থিতি উত্তপ্ত হয়। একপর্যায়ে সাবেক এমপি জি এম সিরাজসহ কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিবেশ শান্ত করার চেষ্টা করা হয়। এ সময় জি এম সিরাজের ওপর খেপে যান কেউ কেউ। বগুড়ার নেতারা দুই গ্রুপে ভাগ হয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে দুই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এবং একজনকে সতর্ক করা হয়।  এর জেরে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘তেমন কিছুৃই হয়নি। সবকিছুই স্বাভাবিকভাবে হয়েছে। এত বড় দলে নানা মত থাকতেই পারে। বগুড়া বিএনপিতে বড় কোনো সমস্যা নেই।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর