সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সমাজতন্ত্রকে নতুন করে বোঝার চেষ্টা চলছে

-সাইফুল হক

সমাজতন্ত্রকে নতুন করে বোঝার চেষ্টা চলছে

বাংলাদেশসহ বিশ্বব্যাপী বাজার অর্থনীতি ঢুকে পড়ার পর, সমাজতন্ত্রের ধ্যানধারণাকে নতুন করে জানা, বোঝা ও উপলদ্ধির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বাম রাজনীতির সমালোচনা করে বলেন, ‘বামদের আওয়ামী দুর্বলতা কাটেনি। বামদের দেহ আওয়ামী লীগের বাইরে, কিন্তু আত্মা আওয়ামী লীগের সঙ্গে বাঁধা।’ দেশে বাম রাজনীতির বর্তমান অবস্থা ও দীর্ঘ মেয়াদে টিকে থাকার প্রক্রিয়া কী হবে- এমন বেশ কিছু দিক নিয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে শনিবার এসব কথা বলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, বাম রাজনীতি এমন একটা গুরুত্বপূর্ণ সময় পার করছে যে এখনো পর্যন্ত এটি পুনর্গঠনের মধ্যে আছে। আবার এর মধ্যে বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হচ্ছে। এর সঙ্গে বামপন্থি রাজনীতিকে মতাদর্শগতভাবে পুনর্গঠিত করতে হচ্ছে। স্বাধীন বাম রাজনীতির প্রতিবন্ধকতা তুলে ধরে তিনি বলেন, ‘বিশ্বে সমাজতন্ত্রের অভিভাবকত্ব না থাকার কারণে দেশীয় বাস্তবতায় সংগ্রামের প্রশ্ন আমাদের সামনে এসেছে। এটা প্রতিদিনের লড়াই-সংগ্রামে যুক্ত হওয়ার প্রেক্ষাপট হয়ে দাঁড়িয়েছে। আবার স্বাধীনভাবে বাম রাজনীতি বিকশিত হওয়ার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে কারও কারও আওয়ামী দুর্বলতা। এই দুর্বলতা এখনো পুরোপুরি কাটেনি। অনেকের দেহ আওয়ামী লীগের বাইরে, কিন্তু আত্মা আওয়ামী লীগের সঙ্গে বাঁধা। ফলে বাম রাজনীতি স্বাধীনভাবে বিকশিত হয়নি। তবে নানা ধরনের পিছুটান ও দোলাচল সত্ত্বেও গত এক দশকে নতুনভাবে বাম রাজনীতি পুনর্গঠনের প্রয়াস দেখছি। জনগণের নিত্যদিনের প্রতিটি ইস্যুতে জান বাজি রেখে আমরা বামপন্থিরা লড়াই করছি।’ সাইফুল হক বলেন, ‘আমরা মনে করি, সরকারের একদলীয় ফ্যাসিবাদী শাসন এবং সরকারের গণবিরোধী অবস্থান বামদের মোকাবিলা করতে হবে। আমরা বামপন্থিরা জনগণের জন্য লড়াইয়ের মধ্য দিয়ে গুম, খুন ও অপহরণের বিরুদ্ধে মাঠে আছি। এই সংকটের সমাধান সরকারের ভিতর নেই। এখন আওয়ামী দুঃশাসন মোকাবিলা করছি। এর মানে এই নয় যে, সংকটের সমাধান বিএনপি করবে। আসলে আওয়ামী লীগ ও বিএনপি কেউ সংকটের সমাধান করবে না। অর্থাৎ মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে নয়, নতুন শক্তির উত্থান দেখতে চান। এ ক্ষেত্রে বামপন্থিদের চরম সুবিধাবাদিতা ও হঠকারিতা পরিহার করতে হবে। সত্যিকার অর্থে জনগণের পাশে দাঁড়াতে পারলে বাংলাদেশের বামপন্থিদের সামনে ভালো সুযোগ আছে।’

সর্বশেষ খবর