রবিবার, ২১ জুলাই, ২০১৯ ০০:০০ টা
ছাত্রীর আত্মহত্যা

নীলক্ষেত অবরোধ সাত কলেজ শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

মনিজা আক্তার মিতুর আত্মহত্যা ঘটনায় গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে মানববন্ধন করে তার সহপাঠী ও অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যায়। সেখানে আগামী এক সপ্তাহের মধ্যে তাদের দাবি মানার জন্য ঢাবি প্রশাসনের প্রতি আহ্বান জানায় তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের দাবি আগামী এক সপ্তাহের মধ্যে বাস্তবায়ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বানও জানিয়েছে কলেজগুলোর শিক্ষার্থীরা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তারা। একই সঙ্গে বেগম বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থী মনিজা আক্তার মিতুর পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। গতকাল দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধনে এসব দাবি জানায় তারা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলে, মিতু গত ১৬ জুলাইয়ের আন্দোলনে আমাদের সঙ্গে ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা না নিয়ে আমাদের মিথ্যা আশ্বাস দিচ্ছে। তাই সে বাড়ি যাওয়ার পর অকৃতকার্য হওয়ায় লজ্জায় মানসিক চাপ থেকে আত্মহত্যা করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সঠিকভাবে খাতা মূল্যায়ন করেনি। তাই গণহারে সবাই অকৃতকার্য হয়েছে। উল্লেখ্য, ঢাবি অধিভুক্ত বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের ¯œাতক প্রথম বর্ষের ছাত্রী মনিজা আক্তার মিতু ফাইনাল পরীক্ষায় তিন বিষয়ে অকৃতকার্য হওয়ায় গত মঙ্গলবার রাতে আত্মহত্যা করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর