বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা
এক দিন পরই দরপতন

অব্যাহত বিক্ষোভ শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

উত্থানের এক দিন পরই গতকাল দরপতনে শেষ হয়েছে ঢাকা শেয়ারবাজারের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিনে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। জানা গেছে, ডিএসইতে  গতকাল ৩৮০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩১৭ কোটি টাকা। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.৪৬ পয়েন্ট কমে ৫০৭৭ পয়েন্ট হয়। দরপতনে আতঙ্কিত বিনিয়োগকারীরা মতিঝিলে ডিএসইর সামনে বিক্ষোভ করেছেন। বিক্ষোভে বিনিয়োগকারীরা বলেন, বর্তমান শেয়ারবাজার নিয়ন্ত্রিত। কোনো এক নিয়ন্ত্রক গোষ্ঠী বাজারকে তাদের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করছে। বিনিয়োগকারীদের বিক্ষোভ যখন কঠিন হতে থাকে দেখা যায় তখন বাজার ঊর্ধ্বমুখী হয়। আবার পরদিন পড়ে যায়। প্রধানমন্ত্রীর কাছে দাবি রেখে তারা বলেন, পুঁজি হারিয়ে আমাদের শোচনীয় অবস্থা। আমরা শিক্ষিত মানুষ, কারও কাছে হাতও পাততে পারি না।  আমাদের বাস্তব অবস্থা এখন ভিখারির চেয়েও অধম।

গতকাল আবার অধিকাংশ ব্যাংক শেয়ারের দরপতন হয়েছে। ৩০টি ব্যাংকের মধ্যে ১৫টির দর কমেছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানির মধ্যে ১৪৩টি বা ৪১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দাম কমেছে ১৭৮টি বা ৫০ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি বা ৯ শতাংশ কোম্পানির।

সর্বশেষ খবর