বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

মধ্যরাতে দুই পুলিশ বক্সের পাশে বোমা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার পল্টন ও খামারবাড়ি এলাকায় দুটি পুলিশ বক্সের কাছে বোমা পাওয়ার পর সেগুলোতে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। মঙ্গলবার রাত দেড়টার দিকে পল্টন মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে এবং রাত ৩টার দিকে মানিক মিয়া এভিনিউয়ের খামারবাড়ি প্রান্তে ট্রাফিক পুলিশ বক্সের সামনে মাটি কামড়ানো শব্দে বোমা বিস্ফোরণের মাধ্যমে ৫ ঘণ্টার শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটে। এর আগে রাজধানীর খামারবাড়ির কাছে বঙ্গবন্ধু চত্বরের পাশে যে বোমাসদৃশ বস্তু শনাক্ত করা হয়, তার অবস্থান ও শক্তি বোঝার জন্য প্রথমে রোবট দিয়ে পরীক্ষা করে বোমা নিষ্ক্রিয়কারী দল (বোম ডিসপোজাল ইউনিট)।  শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, সচিবালয়ের পাশে পল্টন মোড়ে পুলিশ বক্সের পাশে বোমাসদৃশ একটি বস্তু শনাক্ত করে পুলিশ সদস্যরা। পরে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে ডিবির বোমা নিষ্ক্রিয় টিম এসে তদন্ত করে দেখতে পায় বোমাটি তাজা। পরে রাত দেড়টার দিকে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় শাহবাগ থানায় জিডি করা হয়েছে। খামারবাড়ির ঘটনায় বোম ডিসপোজাল ইউনিট সূত্র জানায়, সেখানে বোমাসদৃশ বস্তু রয়েছে জানার পর জায়গাটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘেরাও করে রাখা হয়। ওই বোমাগুলো কতটুকু কার্যকর আর কেমন অবস্থায় আছে তা জানতে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য রোবট পাঠানো হয়। রোবটের সঙ্গে ক্যামেরাও সংযুক্ত ছিল। ক্যামেরার মাধ্যমে তা মনিটরে দেখে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার প্রলয় কুমার জোয়ারদার জানান, দুটি বোমা থেকেই আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করে দেখা হবে সেগুলো কোন ধরনের বিস্ফোরক এবং কতটা শক্তিশালী ছিল।

সর্বশেষ খবর