মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

নিরাপদ দুধ উৎপাদন হোক দেশেই : হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

বিদেশ থেকে আমদানি নয়, দেশেই নিরাপদ দুধ উৎপাদন হোক বলে মন্তব্য করেছে হাই কোর্ট। গতকাল এ-সংক্রান্ত এক রিটের শুনানিতে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চ এ মন্তব্য করে। শুনানিতে আদালত বলেছে, দেশের দুগ্ধজাত কোম্পানিগুলো বন্ধ হয়ে যাক তা আমরা চাই না। বিদেশি কোম্পানি এখানে গেড়ে বসুক তাও আমরা চাই না। আমরা চাই দেশেই নিরাপদ দুধ উৎপাদন হোক। আদালত আরও বলে, পাউডার দুধে কোনো ক্ষতিকর উপাদান আছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। পরে দুধে ভেজাল, গোখাদ্যসহ সব বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২০ অক্টোবর দিন ঠিক করেছে আদালত।

অন্যদিকে বাংলাদেশ মিল্ক প্রডিউসার কো-অপারেটিভ ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) পাস্তুরিত তরল দুধের উৎপাদন, বিপণন ও বিক্রির ওপর হাই কোর্টের দেওয়া পাঁচ সপ্তাহের নিষেধাজ্ঞার আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। হাই কোর্টের এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রায়ত্ত ওই কোম্পানির আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল চেম্বার আদালতের বিচারপতি মো. নুরুজ্জামান এ স্থগিতাদেশ দেন। এর ফলে মিল্ক ভিটার দুধ বিক্রিতে কোনো বাধা না থাকলেও হাই কোর্টের আদেশে স্থগিত হওয়া বিএসটিআই অনুমোদিত অন্য ১৩টি কোম্পানির পাস্তুরিত দুধ বিক্রির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে বলে সাংবাদিকদের জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদালতে মিল্ক ভিটার পক্ষে তিনি নিজে এবং আইনজীবী মহিউদ্দিন মো. হানিফ শুনানি করেন। অ্যান্টিবায়োটিক, সিসাসহ মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান পাওয়ায় গত রবিবার বিএসটিআইর সনদধারী প্রাণ মিল্ক, মিল্ক ভিটা, আফতাব মিল্ক, আড়ং ডেইরি, ঈগলুসহ ১৪টি প্রতিষ্ঠানের পাস্তুরিত প্যাকেটজাত দুধের উৎপাদন, বাজারে তা বিপণন ও বিক্রির ওপর পাঁচ সপ্তাহের নিষেধাজ্ঞা দেয় বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাই কোর্ট বেঞ্চ।

সর্বশেষ খবর