মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ফেসবুকে নানা রঙের ফাঁদ

মির্জা মেহেদী তমাল

ফেসবুকে নানা রঙের ফাঁদ

ঈর্ষণীয় সব ফেসবুক প্রোফাইল! কেউ ইঞ্জিনিয়ার, কেউ  বেসরকারি ব্যাংকের ম্যানেজার। দেখতে ঝকঝকে, স্মার্ট। সঙ্গে দামি গাড়ি, বাড়ির ছবি। নিয়মিত ‘চ্যাটে’ কবিতার লাইন মনোমুগ্ধকর। একে বিত্তশালী। তাও বহুমুখী প্রতিভার অধিকারী, এমন ব্যক্তিত্বের সঙ্গে কে না বন্ধুত্ব পাতাতে চায় বিশেষত যারা একাকিত্বে ভুগছেন। তারা  তো ‘ভার্চুয়াল’ জগতে এমনই ‘স্মার্ট’ বন্ধুদের খুঁজে বেড়ান। ফাঁদেও পড়েন। কারণ, তারা প্রতারক! তাদের ‘টার্গেট’ কম বয়সী তরুণী, কিশোরী এমনকি, মধ্যবয়সী নারীরাও। প্রথমে আলাপ জমানো। তারপর শারীরিক সম্পর্ক। পর্যায়ক্রমে টাকা হাতানো। অনেক সময়ই যার পরিণাম মারাত্মক। প্রতারিত হওয়ার পর সমাজে বা পরিবারের কাছে লজ্জায় মুখ লুকাতে হয়। ফলে অনেকে বেছে নেন আত্মহননের পথ। এমন অস্যংখ্য অভিযোগ এখন পুলিশের কাছে।  পুলিশের নথি বলছে, মেয়েদের মুখের ছবি ব্যবহার করে নকল প্রোফাইল তৈরি করে এরা। প্রথমে দেখা যায় প্রোফাইলে সুন্দরীর মুখ। ফোনে কথোপকথনের সময়ও মহিলার গলা। ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দিয়ে ডেবিট ক্রেডিড কার্ড থেকে অনলাইনে শপিং করা। রাতভর  মোবাইলে ‘চ্যাট’। তার মধ্যেই এটিএম কার্ডের পিন বা পাসওয়ার্ড, বাড়িঘর, সম্পত্তির খোঁজ নিয়ে নেওয়া। কিন্তু  দেখা করতে চাইলে ফোনের ওপার থেকে আসতে থাকে নিরন্তর হুমকি। মহিলার গলা পাল্টে হয়ে যায় পুরুষের! পুলিসে অভিযোগ আসে অন্যের ছবি ব্যবহার করে প্রতারণার। আইডি ‘হ্যাক’ করার জন্যও অনেক সময় নকল প্রোফাইল তৈরি করা হয়। সাধারণ নাগরিক জানতেও পারেন না, তারই ছবি ব্যবহার করা হচ্ছে অন্য একটি ফেসবুক পেজে। যখন জানতে পারেন, ততদিনে তার নাম করে কাউকে অশ্লীল বার্তা পাঠানো হয়ে গেছে। পুলিশও এসে গেছে তদন্ত করতে। তখন অভিযোগ জানানো ছাড়া কিছু করার থাকে না। পুলিশের কথায়, ‘সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে। ঘন ঘন পাসওয়ার্ড বদল করলে বিপদ কমবে। নিজের বিষয়ে সব তথ্য ফেসবুকে না  দেওয়াই ভালো। নকল প্রোফাইল বলে সন্দেহ হলেই পুলিশকে জানান।’

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের বক্তব্য, ‘শুধু আইনের প্রয়োগে প্রতারণা আটকানো সম্ভব নয়। তার জন্য মানুষকে সচেতন হবে। প্রয়োজন পড়লে স্কুল থেকেই পড়ুয়াদের সচেতন করতে হবে।’

কিন্তু কীভাবে বোঝা যাবে ফেসবুকের প্রোফাইল আসল না ভুয়া : সাইবার বিশেষজ্ঞদের বক্তব্য, এখন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে ফেসবুক। সম্পর্কের ওঠানামা এখন স্যোশাল মিডিয়াই অনেকটা ঠিক করে দেয়। ‘ভার্চুয়াল’ পৃথিবীতে হারিয়ে যাচ্ছে মানুষ। ফেসবুকের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি। তাই বিপদও বেশি। তাদের সতর্কীকরণ ‘যার সঙ্গে চ্যাট করছেন, তার  ফেসবুকের ফ্রেন্ডলিস্ট কি গোপন তাহলে সাবধান হয়ে যান। প্রথমে প্রোফাইলের ছবিগুলো ভালোভাবে দেখুন। অধিকাংশ নকল প্রোফাইলেই সুন্দরী মেয়ের ছবি দেওয়া থাকে। তখনই সাবধান হয়ে যান!’ আবার ধনাঢ্য ব্যবসায়ী ও চাকরিজীবীদের টার্গেট করে অভিনব কৌশলে অপহরণের ফাঁদ পাতছে একটি চক্র। এর পেছনে বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে নারীদের। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এ ধরনের অপহরণের ৯৫ শতাংশ ঘটনাই ঘটছে নারী দ্বারা। চক্রটি ফেসবুকে সুন্দরী নারীর ছবি দিয়ে বিত্তশালীদের সঙ্গে গড়ে তুলছে বন্ধুত্ব ও প্রেম। পরে ফাঁদ পেতে হাতিয়ে নিচ্ছে সর্বস্ব। এ ছাড়া প্রাইভেট গাড়িতে ভাড়ার নামেও অপহরণ করছে চক্রটি। পরে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে। সম্প্রতি রাজধানীতে এমন ঘটনা বেড়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বেশির ভাগ ক্ষেত্রে পরিবার মুক্তিপণ দিয়ে গোপনেই অপহৃতকে মুক্ত করছে। অভিযোগ পেলে উদ্ধার অভিযানে নামে র‌্যাব। র‌্যাব সদর দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাড়ে তিন মাসে রাজধানীতে অপহরণের অভিযোগ পেয়ে ২৪টি অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানে অপহরণকারী চক্রের ৪২ সদস্য আটক হয়েছে। উদ্ধার হয়েছে ২১ জন ব্যক্তি। এসব ঘটনায় ২৪টি মামলা হয়েছে। এ ছাড়া গত বছর অপহরণের ঘটনায় ১১টি অভিযানে ১৮৪ জন গ্রেফতার হয়। ৮৪টি মামলা ছাড়াও উদ্ধার করা হয় অপহৃত ১১৬ জনকে। এর মধ্যে রয়েছে ৩১ শিশু ও ২২ নারী।

একাধিক অপহরণের ঘটনা তদন্তকারী র‌্যাবের এক কর্মকর্তা বলেন, ‘অপহরণের ৯৫ ভাগই ঘটনাই ঘটছে নারী দ্বারা।

বাকি অল্প কিছু অপহরণ ভিন্ন পন্থায় হচ্ছে।’ তিনি বলেন, ‘বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় কোনো না  কোনোভাবে নারী দিয়ে কোনো ব্যক্তিকে টার্গেট করা হয়। এরপর তাকে দেখা করার জন্য ডাকেন ওই নারী। চক্রটির জন্য নিরাপদ এলাকায় ভিকটিমকে ডেকে অপহরণ করে।’

র‌্যাবের ওই কর্মকর্তা বলেন, ‘বিভিন্ন চক্র অভিনব পদ্ধতিতে অপহরণ করছে। অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযানে নামে র‌্যাব। বেশির ভাগ ক্ষেত্রেই অপহরণকারী চক্রের সদস্যদের আইনের আওতায় আনা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকেও এ বিষয়ে সচেতন হতে হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর