রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
আজ সাক্ষরতা দিবস

৭ থেকে ১৫ বছর বয়সী সাক্ষরতার হার ৭৩.২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। যথাযোগ্য আয়োজনে দেশব্যাপী দিবসটি পালন করা হবে। এবার সাক্ষরতা দিবসের মূল প্রতিপাদ্য, ‘বহু ভাষায় সাক্ষরতা’।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সর্বশেষ হিসাব অনুযায়ী, বাংলাদেশে ৭ থেকে ১৫ বছর পর্যন্ত বয়সীর সাক্ষরতার হার ৭৩ দশমিক ২ শতাংশ। আর ১৫ বছর বয়সীর গড় সাক্ষরতার হার ৭৩ দশমিক ৯ শতাংশ। সূত্র জানায়, গত এক বছরে দেশে সাক্ষরতা হার ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়াও এ বছরে নারী শিক্ষার হারও বৃদ্ধি পেয়েছে। বেড়েছে বিদ্যালয়গামী শিক্ষার্থীর হারসহ অন্যান্য সূচক। সাক্ষরতা দিবস উপলক্ষে আজ নানামুখী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্তকরণ, ক্রোড়পত্র ও স্মরণিকা প্রকাশ, পোস্টার তৈরি, শোভাযাত্রা, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে সড়কদ্বীপ সজ্জিতকরণসহ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, ১৯৬৫ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ৮ সেপ্টেম্বর তারিখকে ঘোষণা করে। ১৯৬৬ সালে বিশ্বে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। প্রতিবছর এ দিবসটি উদযাপনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের সাক্ষরতা এবং বয়স্ক শিক্ষার অবস্থা তুলে ধরা হয়। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে প্রথম সাক্ষরতা দিবস উদযাপিত হয়।

সর্বশেষ খবর