সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
চীনা প্রতিনিধি দলকে রোহিঙ্গারা

নাগরিকত্ব পেলে ফিরতে রাজি

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারের নাগরিকত্ব পেলে বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার কথা জানিয়েছে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা। চীনের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা জানায় তারা। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের নেতৃত্বে চীনের প্রতিনিধি দলটি গতকাল বান্দরবানের তুমব্রু সীমান্তের  কোনারপাড়া নো-ম্যানস-ল্যান্ডে আটকে থাকা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। কয়েক দফা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার ব্যাপারে অনাগ্রহের কারণ জানতে চান চীন থেকে আসা প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় রোহিঙ্গারা মিয়ানমার সরকারের প্রতি তাদের অবিশ্বাস ও অনাস্থার কথা জানান। সেখানকার রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেছেন, ‘মিয়ানমার সরকারকে বিশ্বাস করা যায় না। এর আগেও তারা অনেকবার বিশ্বাসভঙ্গ করেছে। তাই সরাসরি নাগরিকত্ব ও সহায়সম্বল ফেরত দিলেই আমরা ফিরতে পারি।’ আরসা বা অন্য এনজিওর লোকজন রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরতে অনুৎসাহিত করছে কিনা- তা জানতে চাইলে রোহিঙ্গারা জানিয়েছেন, মিয়ানমারের পক্ষ থেকে এমন গুজব ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে মিয়ানমারে ফেরত যেতে কেউ বাধা দিচ্ছে না। তাদের দাবিগুলো মেনে নিলে এখনই চলে যেতে প্রস্তুত সবাই।

সর্বশেষ খবর