সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আওয়ামী লীগে নেতৃত্বজট

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের তিন কমিটিই মেয়াদোত্তীর্ণ। পদবঞ্চিত অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তবে কিছু নেতা-কর্মীর মতে, সম্মেলন বা কমিটি গঠন প্রক্রিয়া যে তিমিরেই থাক না কেন, মহানগর আওয়ামী লীগ এখন আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। আগামী ২১ ডিসেম্বর জাতীয় সম্মেলনের আগে ১০ ডিসেম্বরের মধ্যে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা কমিটির সম্মেলন করার নির্দেশ আছে। মহানগর কমিটির কোনো কোনো ওয়ার্ড ২৭ বছর থেকে ১৭, ১২ কিংবা ১০ বছর পর্যন্ত সম্মেলন হয়নি। আগামী মাসের মধ্যেই এই সম্মেলন করা হবে বলে জানা গেছে। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘মহানগর সম্মেলন হলে দল আরও গতিশীল হবে। পুরনোদের পাশাপাশি পদবঞ্চিতদের সুযোগ করে দেওয়া এখন সময়ের দাবি।’ মহানগর যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কমিটি বহু আগেই মেয়াদোত্তীর্ণ। দক্ষিণ জেলা আওয়ামী লীগের ৮ উপজেলার মধ্যে ৪টিতে সম্মেলন হয়েছে। প্রায় ১০ বছর আগে দক্ষিণ যুবলীগের কমিটি হয়। এক বছর আগে ছাত্রলীগের নতুন নেতৃত্ব ঘোষিত হলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের অবস্থা অনেকটা একই। এখানেও ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের নাম ঘোষিত হলেও পুরো কমিটি হয়নি। যুবলীগের কমিটিও হয়েছে প্রায় ৯ বছর। উত্তর জেলা আওয়ামী লীগে ৭টি উপজেলা ও নয়টি পৌরসভা এবং ইউনিয়ন কমিটিগুলোর সবকটিতেই নভেম্বরের মধ্যে সম্মেলন করা হবে বলে জানা গেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর