মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

মামলার ভারে স্তিমিত বিএনপি

জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর সিরাজগঞ্জে বিএনপি কর্মী-সমর্থকদের মধ্যে হতাশা বিরাজ করছে। ডজন ডজন মামলা মাথায় নিয়ে এক সময়ের মাঠ কাঁপানো কর্মীরা দলীয় কর্মকান্ডে  অংশগ্রহণ ছেড়ে কর্মের সন্ধানে ছুটছেন। আবার অনেকে মামলা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। সংসদ নির্বাচনের পর বিএনপির কর্মসূচি দলীয় কার্যালয়েই সীমাবদ্ধ থাকছে। দলকে চাঙ্গা করতে জেলা বিএনপি-ছাত্রদল-যুবদল- স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা করা হলেও তেমন সুফল মেলেনি। ঢিমেতালেই চলছে জেলা বিএনপির কার্যক্রম। তবে দলের অভ্যন্তরীণ কোন্দল নেই। দলীয় সূত্রে জানা যায়, একেকজন নেতা-কর্মীর নামে গড়ে ১০ থেকে ৫০টি মামলা আছে। অনেকে জেল খাটছেন, অনেকে জেল থেকে জামিনে বের হয়ে অন্যত্র চলে গেছেন। সংসদ নির্বাচনের আগে শাহজাদপুর পৌর বিএনপির সহ-সভাপতিসহ কয়েকজন দলও ত্যাগ করেছেন। জেলা পর্যায়ে দলীয় কর্মসূচি পালন করা হলেও উপজেলায় তেমন তৎপরতা নেই। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, প্রতিটি নেতা-কর্মীর নামে মামলা রয়েছে। তার নামেও ৪৬টি মামলা রয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু বলেন, সিরাজগঞ্জের বিএনপিতে কোনো বিভক্তি নেই। জেলা বিএনপি সুসংগঠিত। শত শত মামলা নিয়ে নেতা-কর্মীরা আত্মগোপনে রয়েছে। তারপরও দলের প্রতি অবিচল আস্থা রেখেছে।

সর্বশেষ খবর