সোমবার, ৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

নৌকাডুবিতে নিখোঁজ ১০

বজ্রপাতে নিহত ৬

প্রতিদিন ডেস্ক

কুড়িগ্রামে তিস্তা নদীতে খেয়া নৌকা ডুবে গতকাল ১০ জন নিখোঁজ হয়েছেন। এ ছাড়া এদিন গোপালগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন স্থানে বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ঘটেছে।

কুড়িগ্রাম প্রতিনিধি জানিয়েছেন, গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার বুড়িরহাট স্পারের কাছে নৌকাডুবির ঘটনায় ১০ জন নিখোঁজ রয়েছেন। সন্ধ্যা পর্যন্ত তাদের উদ্ধারের খবর পাওয়া যায়নি।  রাজারহাট থানার ওসি কৃষ্ণ চন্দ্র সরকার জানান, বুড়িরহাট স্পারের কাছে খেয়াঘাট থেকে ২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা তিস্তা নদী পাড়ি দেওয়ার সময় ডুবে যায়। পরে ১৫ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ১০ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধান জানান, কুড়িগ্রাম ফায়ার সার্ভিস টিম নিখোঁজদের উদ্ধারে কাজ করছে। গোপালগঞ্জ প্রতিনিধি জানান, মুকসুদপুরে পানিতে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত শিশুদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুরা হলো মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মিরাজ শেখের দুই মেয়ে মেহেরজান (৫) ও মারিয়া (৩) এবং একই ইউনিয়নের তপাকান্দি গ্রামের নূর আলমের মেয়ে ঝরনা (৩)। এরা মামাতো-ফুফাতো বোন।

স্থানীয়রা জানিয়েছেন, মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নে তপাকান্দি গ্রামের নূর আলমের মেয়ে ঝরনা মামা মিরাজ শেখের বাড়িতে বেড়াতে আসে। এদিন সকালে তিন বোন বাড়ির উঠানে খেলছিল। পরে তারা সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় অনেক খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তিন বোনের মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চাঁদপুর প্রতিনিধি জানান, বজ্রপাতে চাঁদপুর শহরের পর্যটন কেন্দ্র বড় স্টেশন মোলহেডে কুমিল্লা থেকে বেড়াতে আসা একই পরিবারের চারজন নিহত হয়েছেন। গতকাল দুপুরের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- অহিদা বেগম (৬৫), তার মেয়ে রেহানা বেগম (৩৫), নাতি সাব্বির (১৪) ও নাতনি সামিয়া (১০)। অহিদা বেগমের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়। মেয়ে রেহানা বেগমের স্বামীর বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার আন্দিরপাড় এলাকায়। নিহতের আরেক মেয়ে শাহিদা বেগম বলেন, তার মা ও বোনসহ চারজন দুপুরে ঘুরতে আসেন বড় স্টেশন মোলহেডে। হঠাৎ বৃষ্টির মধ্যে বজ্রপাতে তারা সবাই আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মাগুরা প্রতিনিধি জানান, মাগুরা মহম্মদপুর উপজেলার ঝামাবাজার এলাকায় বজ্রপাতে বিপ্লব বিশ^াস (৩৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। বিপ্লব বিশ^াস উপজেলার ম লগাতী গ্রামের মৃত খসরুজ্জামানের ছেলে। স্থানীয়রা জানান, ঝামাবাজারে বিপ্লব বিশ^াস অন্য শ্রমিকদের সঙ্গে একটি ভবনের ছাদ নির্মাণের কাজ করছিলেন। এ সময় বিপ্লব ও হুমায়ন নামে দুই শ্রমিক বজ্রপাতের শিকার হন। কর্মরত শ্রমিকরা তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন। রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রামে সাজ্জাত আলী (৫০) নামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। তিনি নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। স্থানীয়রা জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সাজ্জাত বেরুলী মাঠে ফসলি জমি দেখতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বাগেরহাট প্রতিনিধি জানান, মোরেলগঞ্জে বজ্রপাতে বিমল মিস্ত্রি (৫৫) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে  মোরেলগঞ্জে উপজেলার হোগলাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। কাঠুরিয়া বিমল একই গ্রামের বাসিন্দা।

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান : রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশে যাত্রীবাহী একটি খেয়া নৌকা ডুবে গেছে। গতকাল রাত ৮টার দিকে ওয়াইজঘাট এলাকায় লঞ্চের ধাক্কায়  নৌকাটি ডুবে যায়। এতে চার যাত্রী নিখোঁজ রয়েছেন বলে উদ্ধারকর্মীরা জানান। সদরঘাট নৌ ফাঁড়ির ওসি রেজাউল করিম ভুইয়া বলেন, ঘাটে থাকা একটি লঞ্চ স্টার্ট দিলে  পেছনে থাকা একটি খেয়া নৌকা ডুবে যায়। নৌকায় মাঝিসহ ৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৪ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর