সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

প্রবারণা পূর্ণিমা উৎসব

রাঙামাটি প্রতিনিধি

প্রবারণা পূর্ণিমা উৎসব

রাঙামাটির পার্বত্যাঞ্চলে গতকাল নানা আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপন করা হয়েছে। ভোর থেকে উৎসব শুরু হয়, চলে সন্ধ্যা পর্যন্ত। এ সময় আনন্দ-উল্লাসে মেতে ওঠেন পাহাড়িরা। কর্মসূচি অনুযায়ী, সন্ধ্যায় পাহাড়ে পাহাড়ে প্রদীপ প্রজ্বালন, আতশবাজি, ফানুস উড়ানোসহ বিভিন্ন উৎসবে মেতে ওঠেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ-তরুণীরা। এ ছাড়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিহারে বিহারে ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, বুদ্ধ পূজা, পঞ্চশীল প্রার্থনা, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, পি-দান, পরিত্রাণ পাঠ, উৎসর্গসহ বিশেষ প্রার্থনা। রাঙামাটি রাজবন বিহারে প্রার্থনা অনুষ্ঠানে দেশনা দেন বিহারটির আবাসিক ভিক্ষুপ্রধান ও মহানির্বাণপ্রাপ্ত শ্রাবকবুদ্ধ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের অন্যতম শিস্য শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাজবন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান, অ্যাডভোকেট দীপেন দেওয়ান উপস্থিত ছিলেন। প্রার্থনায় অংশ নেন হাজারো পুণ্যার্থী।

চট্টগ্রামে ফানুসে ফানুসে ‘জাস্টিস ফর আবরার’ : সারা দেশের মতো চট্টগ্রামেও বৌদ্ধ সম্প্রদায় তাদের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা পালন করেছে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। তবে এবারের উৎসবে তারা যুক্ত করেছে অতি সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিষয় বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকা-। ফানুসের গায়ে গায়ে প্রতিবাদের ভাষা হিসেবে ইংরেজিতে লেখা ছিল ‘Justice for Abrar’।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর