শিরোনাম
বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

নারীদের জন্য বিনামূল্যে বাস

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

দিল্লি নগরীতে নারী ও কন্যাশিশুদের জন্য রাষ্ট্রীয় বাসে বিনামূল্যে ভ্রমণব্যবস্থা গতকাল চালু হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এ প্রকল্প শুরুর ঘোষণা দিয়ে বলেন, বাসস্থান  থেকে অনেক দূরের স্কুলে ছোট ছোট যেসব মেয়ে পড়ালেখা করে ফ্রি বাস সার্ভিস থেকে তারা উপকৃত হবে। কারণ দূরযাত্রার খরচ বহন করার সামর্থ্য না থাকায় অনেক মেয়ের পড়ালেখা বন্ধ হয়ে গেছে। কেজরিওয়াল বলেন, ফ্রি সার্ভিস ভবিষ্যতে সিনিয়র নাগরিক ও ছাত্রদের জন্যও কার্যকরের চিন্তাভাবনা রয়েছে। মেট্রোরেল সার্ভিসকে (নারী ও কন্যাশিশুর) বিনামূল্যে ভ্রমণের সুবিধার আওতাভুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে মতবিনিময় করে চলেছে দিল্লি সরকার। রাজধানী দিল্লিতে চলা ১ হাজার ৩০০ বাসের সব কটিতে দিনরাত নিরাপত্তা প্রহরী থাকবে যাতে নারী ও শিশুর কোনো অসুবিধা না হয়। বিনামূল্যে ভ্রমণের জন্য যাত্রীকে ১০ রুপি দিয়ে একটি টিকিট কিনতে হবে। এ টিকিট দেখিয়ে তিনি নগরীর যে কোনো গন্তব্যে যাতায়াত করতে পারবেন। বিক্রীত টিকিটের ভিত্তিতে রাজ্য পরিবহন সংস্থাকে বিল পরিশোধ করা হবে। এ প্রকল্পের জন্য সরকারের বরাদ্দ ২৫০ কোটি রুপি।

সর্বশেষ খবর