শিরোনাম
শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

দাবি পূরণে প্রশাসনের গাফিলতি দেখছেন বুয়েট শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার পর শিক্ষার্থীদের সর্বশেষ দাবিসগুলো পূরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘গাফিলতি’ করছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসব দাবি পূরণ হলে অচলাবস্থা কাটিয়ে পরীক্ষায় বসতে পারেন বলেও জানিয়েছেন তারা। আবরার হত্যা মামলার চার্জশিট দাখিলের পরিপ্রেক্ষিতে গতকাল বিকালে বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান জানান বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, সর্বশেষ ২ নভেম্বর বুয়েটের উপাচার্য ও ডিনদের সঙ্গে আলোচনা করে তিনটি দাবি জানাই। দাবিগুলো হলো- চার্জশিটের ভিত্তিতে অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কার করা, আহসান উল্লাহ, তিতুমীর ও সোহরাওয়ার্দী হলের র‌্যাগের ঘটনায় অভিযুক্তদের শাস্তি এবং সাংগঠনিক ছাত্ররাজনীতি ও র‌্যাগের জন্য শাস্তির নীতিমালা করে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্সে অন্তর্ভুক্ত করা প্রভৃতি। বৈঠকে প্রথম দুটি দাবি বাস্তবায়ন হলে পরীক্ষার তারিখ নির্ধারণে সম্মত এবং তৃতীয় দাবি বাস্তবায়ন হলে টার্ম ফাইনাল পরীক্ষায় বসার শর্ত জুড়ে দিয়েছিলেন তারা। সংবাদ সম্মেলনে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী অনিরুদ্ধ গাঙ্গুলি জানান, ২ নভেম্বরের বৈঠকে পরবর্তী সপ্তাহের মধ্যে র‌্যাগের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হলেও তার কোনো অগ্রগতি হয়নি। এমনকি তৃতীয় দাবির ব্যাপারে কমিটি করার কথা থাকলেও কিছু জানানো হয়নি। আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হলেও প্রশাসনের সদিচ্ছা ও পদক্ষেপের অভাব লক্ষ্য করছি। তবে বুয়েটে ছাত্রকল্যাণ পরিচালক ড. মিজানুর রহমান জানান, ‘শিক্ষার্থীরা গাফিলতির কথা বলছেন। আমি খোঁজ নিয়েছি, তিনটি হলে র‌্যাগের ঘটনায় আগামী সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন আসবে। সেটা এলে আমরা দ্রুত ব্যবস্থা নেব। আর শাস্তির নীতিমালা প্রণয়ন একটি সময়সাপেক্ষ কাজ।’

সর্বশেষ খবর