সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

পর্দা কেলেঙ্কারিতে তিন চিকিৎসক কারাগারে

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের আলোচিত ‘পর্দা কেলেঙ্কারি’ ঘটনায় করা দুদকের মামলায় তিন চিকিৎসককে কারাগারে পাঠিয়েছে আদালত।

হাই কোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার পর গতকাল ওই তিন চিকিৎসক আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। আদালত আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। তিন চিকিৎসক হলেনÑ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক গনপতি বিশ্বাস শুভ, সাবেক কনসালট্যান্ট মিনাক্ষী চাকমা ও সাবেক প্যাথলজিস্ট এএইচএম নুরুল ইসলাম। মামলার বাকি তিন আসামি উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। দুদক সূত্রে জানা যায়, ফরিদপুর মেডিকেলের ১০ কোটি টাকার পর্দা ও যন্ত্রপাতি ক্রয়ে ব্যাপক দুর্নীতি হয়। এ ব্যাপারে গত ২৭ নভেম্বর ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে মামলা করে দুদক। মামলায় আসামি করা হয় সংশ্লিষ্ট ঠিকাদার মেসার্স অনীক ট্রেডার্সের স্বত্বাধিকারী আবদুল্লাহ আল মামুন, আহমেদ এন্টারপ্রাইজের মুন্সী ফররুখ আহমেদ, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সী সাজ্জাদ হোসেন, ফরিদপুর মেডিকেলের সাবেক তত্ত্বাবধায়ক ডা. গনপতি বিশ্বাস শুভ, কনসালট্যান্ট ডা. মিনাক্ষী চাকমা ও প্যাথলজিস্ট ডা. এ এইচ এম নুরুল ইসলামকে।

সর্বশেষ খবর