গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় গতকাল বিএনপি মার্কেটে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধশত গুদামে রক্ষিত মালামাল আগুনে ভস্মীভূত হয়। তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও পূর্বাচল ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে তুসুকা ফ্যাশন গার্মেন্টের পাশে বিএনপি মার্কেটের পশ্চিম পাশের একটি ট্রান্সফরমার বিস্ফোরণে সৃষ্ট আগুন তুলার গুদামে লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বৈদ্যুতিক তারের মাধ্যমে দ্রুত তুলার গুদামগুলোতে ছড়িয়ে পড়ে । এতে আমেনা এন্টারপ্রাইজ, মীম এন্টারপ্রাইজ, আবু তাহের ট্রেডার্স, এ কে ট্রেডার্সসহ ৪০ থেকে ৫০টি তুলার গুদামে রক্ষিত তুলা ও মেশিন পুড়ে যায়। আমেনা এন্টারপ্রাইজের মালিক রমজান আলী মাস্টার বলেন, আগুনে মেশিনপত্র, রক্ষিত তুলা ও গোডাউনের আসবাবপত্রসহ আমার ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। অপর ব্যবসায়ী বাশার বলেন, আমার প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি আমি কীভাবে পূরণ করব তা বুঝে উঠতে পারছি না। এ ব্যাপারে ফায়ার সার্ভিসের টঙ্গী জোনের কর্মকর্তা আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ডাম্পিংয়ের কাজ করা হচ্ছে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পরই জানা যাবে।