রবিবার, ২২ মার্চ, ২০২০ ০০:০০ টা
এজেন্টের সাক্ষাৎকার

কম কথায় বেশি খবর থাকায় বাংলাদেশ প্রতিদিন চাহিদার শীর্ষে

কুমিল্লা প্রতিনিধি

কম কথায় বেশি খবর থাকায় বাংলাদেশ প্রতিদিন চাহিদার শীর্ষে

কুমিল্লায় চাহিদার শীর্ষে রয়েছে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। স্থানীয় সংবাদপত্র এজেন্ট ও বিলিকারীদের (হকার) ভাষ্য অনুযায়ী, কম কথায় বেশি খবর থাকে বলেই চাহিদার শীর্ষে উঠেছে বাংলাদেশ প্রতিদিন। কুমিল্লা জেলায় ১২ জন এজেন্ট ও কয়েকজন সাব-এজেন্ট রয়েছেন। জেলায় পত্রিকা বিলিকারীর সংখ্যা ৫০০ জনের মতো। বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক, বৃহত্তর কুমিল্লা  শাখার সেক্রেটারি ও জেলার বড় এজেন্ট মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশ প্রতিদিন বিক্রিতে প্রথম অবস্থানে রয়েছে। অন্যান্য পত্রিকার চাহিদা কমছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ব্যতিক্রমী নিউজ দিতে না পারায় মানুষ এসব পত্রিকা কম পড়ছেন। এছাড়া সাদাকে সাদা, কালোকে কালো বলছে না সংবাদপত্রগুলো। তাই এ রকম পত্রিকা থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছেন। বাংলাদেশ প্রতিদিন-এর প্রচার সংখ্যা সম্পর্কে তিনি বলেন, কুমিল্লায় বাংলাদেশ প্রতিদিনের চাহিদা সবার চেয়ে বেশি। সকাল ১০টার মধ্যে প্রায় সব কপি শেষ হয়ে যায়। প্রথমত দাম কম হওয়া, দ্বিতীয়ত রাজনৈতিক খবরসহ সব খবর কম কথায় পাওয়া যায় বলে এর চাহিদা বেশি।

সর্বশেষ খবর