abcdefg
পেছনের পৃষ্ঠা | ৩০ মার্চ, ২০২০ এর সর্বশেষ খবর | last-page | Bangladesh Pratidin
প্রিন্ট ভার্সন
অস্তিত্ব হারানো সেই খরস্রোতা ঝিনাই অস্তিত্ব হারানো সেই খরস্রোতা ঝিনাই

নদীর উজান মুখে বাঁধ নির্মাণ, দীর্ঘদিন খনন না করা এবং অবৈধ দখলে অস্তিত্ব হারাতে বসেছে এক সময়ের খরস্রোতা নদী ঝিনাই। এক সময় এ নদীর বুক চিরে আসা-যাওয়া করত বড় বড় নৌকা, আর মাছ ধরে জীবিকা নির্বাহ করত স্থানীয় জেলেরা। আজ সেই ঝিনাই নদীর বুকে বিস্তীর্ণ ফসলের মাঠ। শীর্ণ খালের মতো নদীর যেটুকু টিকে আছে, তাও যেন মুছে যাওয়ার অপেক্ষায়। প্রচুর ঝিনুক পাওয়া যেত বলে স্থানীয়রা নদীর নাম দিয়েছিল…