রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

জুন পর্যন্ত ক্রেডিট কার্ডে জরিমানা নয়

নিজস্ব প্রতিবেদক

আগামী জুন পর্যন্ত সব ধরনের ক্রেডিট কার্ডের বিলে জরিমানা ও সব ধরনের ফি মওকুফ করা হয়েছে। করোনাভাইরাস মহামারীর কারণে গ্রাহকদের বিল পরিশোধের ক্ষেত্রে এ সুবিধার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক গতকাল এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে সব তফসিলি ব্যাংকে চিঠি দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে,  সব ব্যাংকের ক্রেডিট কার্ডের ওপর কোনো ধরনের চার্জ নিতে পারবে না। এ সময় কোনো গ্রাহক বিল জমা দিতে না পারলে কোনো জরিমানা করতে পারবে না। এ ছাড়া ইতিমধ্যে যদি কোনো ব্যাংক ক্রেডিট কার্ডের ওপর জরিমানা বা ফি আদায় করে থাকে গ্রাহককে তা ফেরত দিতে হবে। এর আগে এক বিজ্ঞপ্তিতে গাড়ি, বাড়ি, ব্যবসাসহ সব ঋণের মতো ক্রেডিট কার্ডের গ্রাহককেও আগামী জুন পর্যন্ত খেলাপি না করতে বলেছিল কেন্দ্রীয় ব্যাংক। এখন একই সময় পর্যন্ত জরিমানা আদায় না করতে নির্দেশ দেওয়া হলো।

সর্বশেষ খবর