মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সর্বাধিক গুরুত্ব দিতে হবে দরিদ্র জনগোষ্ঠীকে

------ ইফতেখারুজ্জামান

সর্বাধিক গুরুত্ব দিতে হবে দরিদ্র জনগোষ্ঠীকে

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, প্রধানমন্ত্রী যে প্যাকেজটি ঘোষণা করেছেন তা এ মুহূর্তে খুব জরুরি ছিল। এ প্যাকেজের আওতা আরও বড় হতে পারত। তবে যা হয়েছে তাও ভালো। করোনাভাইরাসের এ পরিস্থিতি কতটা দীর্ঘায়িত   হয় তা-ই এখন দেখার বিষয়। এ পরিস্থিতি বেশি প্রলম্বিত হলে হয়তো প্যাকেজের আওতাও বাড়াতে হবে। তবে এ প্যাকেজের অর্থের ব্যবহারের ক্ষেত্রে অবলম্বন করতে হবে সর্বোচ্চ সতর্কতা। এখানে সর্বাধিক গুরুত্ব দিতে হবে দরিদ্র জনগোষ্ঠীকে। যারা দিন আনে দিন খায়। দিনমজুর। বিকশাচালক, ভ্যানচালক। ছোট ব্যবসায়ী। ফুটপাথের ব্যবসায়ী। ছিন্নমূল মানুষ। বস্তিবাসী। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তা। কৃষক, জেলে ইত্যাদি। এর পাশাপাশি বড় শিল্পের উদ্যোক্তাদেরও সুবিধা দিতে হবে। তাদের মাধ্যমে বড় ধরনের কর্মসংস্থান হয়। তবে মূল বিষয় হলো, ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্যাকেজটা আমাদের জিডিপির ২ দশমিক ৫২ শতাংশ। এটা হয়তো যথেষ্ট নয়। এটা ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনোভাবেই যেন এর একটি পয়সাও অপব্যবহার না হয় তা নিশ্চিত করতে হবে। অবশ্য প্রধানমন্ত্রী নিজেই এটা ঘোষণা দিয়েছেন। যে কোনো অনিয়ম-দুর্নীতি হওয়া চলবে না। আমরা আশা করব সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রীর সেই হুঁশিয়ারি মেনে কাজ করবেন। এখানে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। তা হলো, সবার খাদ্য নিরাপত্তা সবার আগে নিশ্চিত করা। পাশাপাশি স্বাস্থ্যসেবা। যারা সংক্রমিত হচ্ছেন তারা সঠিক চিকিৎসা পাচ্ছেন কিনা দেখতে হবে। আমাদের স্বাস্থ্য খাত নিয়ে এমনিতেই ব্যাপক অনিয়ম-সমালোচনা রয়েছে।

এখন অন্তত জনগণের স্বার্থে তাদের কাজ করতে হবে।

সর্বশেষ খবর