বুধবার, ৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

কী হবে শেয়ারবাজারের

করোনাভাইরাস বিস্তারে দেশের আর্থিক খাতে সংকট চলছে। বন্ধ রয়েছে দেশের শেয়ারবাজারও। গত কয়েক মাসে শেয়ারবাজারে বড় ধস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখ লাখ সাধারণ বিনিয়োগকারী। এখন আবার লকডাউনের কারণে বন্ধ শেয়ার লেনদেন। এতে সাধারণ বিনিয়োগকারী, ব্রোকারেজ হাউস, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ সবাই আরও সংকটে পড়েছে। এই সংকট থেকে উত্তরণের উপায় কী? কীভাবে ক্ষতি পোষানো যাবে? সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের স্বার্থে শেয়ারবাজারকেও প্রণোদনার আওতায় আনা উচিত। বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছেন আলী রিয়াজ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর