শনিবার, ১১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

স্বল্প পরিসরে জুমার নামাজ মুক্তি কামনা করে দোয়া

মুসল্লিদের মসজিদে না যেতে মাইকে ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

স্বল্প পরিসরে জুমার নামাজ মুক্তি কামনা করে দোয়া

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর মসজিদগুলোয় সীমিত পরিসরে জুমার নামাজ আদায় হয়েছে। সংক্ষিপ্ত খুতবা, বয়ান, জামাতে নামাজ আদায় শেষে আল্লাহর কাছে ক্ষমা ও করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষায় তার দয়া চেয়ে দোয়া হয়েছে। রাজধানীর অলিগলি ছিল ফাঁকা। কোথাও জুমার নামাজে যেতে মুসল্লিদের ঘর থেকে বাইরে আসতে দেখা যায়নি। কারণ জুমার নামাজের আজানের সময়ই মাইক থেকে বারবার ঘোষণা করা হচ্ছিল, করোনা পরিস্থিতির কারণে মসজিদে না এসে ঘরে জোহরের নামাজ আদায় করতে অনুরোধ করা হচ্ছিল। এ বিষয়ে বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম ও অনত্যম খতিব মাওলানা মো. মুহিবুল্লাহ বলেন, সরকারি নির্দেশনা মেনে মসজিদে জুমার নামাজ আদায় হয়েছে। সংক্ষিপ্ত খুতবা, বয়ানও হয়েছে। বয়ানে আমরা করোনাভাইরাস থেকে রক্ষায় আল্লাহর সাহায্য চেয়েছি এবং জনগণকে করোনা সংক্রমণ রোধে সরকার, ডাক্তার ও আলেমদের নির্দেশনা অনুযায়ী চলার আহ্বান জানিয়েছি। জামাতে নামাজ আদায় শেষে আল্লাহর কাছে ক্ষমা ও করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষায় আল্লাহর কাছে দয়া করুণা কামনা করে দোয়া মোনাজাত করেছি। মুগদা, শনিরআখড়া, রায়েরবাগ, মীরপুরের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব বলেন, মসজিদে জুমার নামাজ আদায় হয়নি, কথাটা ঠিক নয়। বলতে পারেন সীমিত পরিসরে হয়েছে। করোনাভাইরাসকে গজব হিসেবে উল্লেখ করে তারা বলেন, সারা বিশ্ব ভীতসন্ত্রস্ত। এ অবস্থায় সবাইকে সরকারি নির্দেশ মেনে ঘরে থাকার এবং আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করার জন্য অনুরোধ জানিয়েছি। মসজিদে না আসার অনুরোধ করেছি। তারা জানান, করোনাভাইরাস সংক্রমণরোধে প্রতি ওয়াক্তের নামাজে ইমাম ও মুয়াজ্জিনসহ পাঁচজন ও জুমার দিনে সর্বোচ্চ ১০ জনের বেশি নামাজে অংশ নিতে পারবে না বলে সরকারি নির্দেশনা রয়েছে। ফলে আমরা মসজিদে মুসল্লিদের আসতে নিষেধ করেছি। তবে পুরান ঢাকার ইমাম দুঃখ প্রকাশ করে বলেন, ‘জুমার নামাজ হবে না এমন ঘোষণা দিতে হবে কল্পনাও করিনি। মসজিদ থেকে ঘোষণা দিয়ে বলতে হচ্ছে, সম্মানিত মুসল্লিরা, আপনারা বাসায় জোহরের নামাজ আদায় করে নেবেন। দয়া করে কেউ মসজিদে আসবেন না’। উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তাররোধে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বহু দেশই এর আগে এ পদক্ষেপ নিয়েছে।

সর্বশেষ খবর