শিরোনাম
রবিবার, ১২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

দূর থেকে হিমালয়

প্রতিদিন ডেস্ক

দূর থেকে হিমালয়

দূর থেকে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য গতকাল ধরা পড়ে ক্যামেরায়। এমন দৃশ্য সচরাচর দেখা যায় না

করোনাভাইরাস কভিড-১৯ শুধু প্রাণবধ করছে না, মানুষের জন্য তৈরি করছে দৃষ্টিসুখ ভোগের সুযোগও। এত দিন পরিবেশ দূষণের দাপটে দূর প্রান্তের কোনো কিছু ঠাহর করা যেত না। এখন করোনার প্রকোপ রুখতে দুই সপ্তাহের বেশিকাল ধরে গোটা ভারতে চলছে লকডাউন; এরই প্রভাবে ধূলিকণার তীব্রতা প্রায় নিশ্চিহ্ন। তাই পশ্চিমবঙ্গের রায়গঞ্জ রেলস্টেশনের ৩৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত তুষার আচ্ছাদিত পর্বত কাঞ্চনজঙ্ঘা দৃষ্টির আনন্দ হয়ে ধরা দিচ্ছে মানুষের কাছে। নেপাল ও সিকিমের মাটিতে দাঁড়ানো হিমালয় পর্বত শ্রেণিভুক্ত পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত কাঞ্চনজঙ্ঘার উচ্চতা ৮ হাজার ৫৮৬ মিটার (২৮ হাজার ১৬৯ ফুট)। ১৮৫২ সাল পর্যন্ত একে বিশ্বের সর্বোচ্চ পর্বত গণ্য করা হতো। জরিপকারীরা নানা মাপজোকের পর ১৮৪৯ সালে  চূড়ান্ত সিদ্ধান্তে আসেন যে, এভারেস্ট উচ্চতম। কাঞ্চনজঙ্ঘায় সর্বপ্রথম আরোহণ করেন ব্রিটিশ নাগরিক জো ব্রাউন ও জর্জ ব্যান্ড। দিনটি ছিল ২৫ মে, ১৯৫৫। তিব্বতীয় ভাষায় কাঞ্চনজঙ্ঘা মানে ‘উচ্চস্থানের তুষারে রাখা পাঁচটি সম্পদ’। লোককথায় জানা যায়, এ সম্পদের মধ্যে রয়েছে- লবণ, সোনা, নীলপাথর, দামি রত্ন, পবিত্র ধর্মলিপি, অস্ত্রশস্ত্র, খাদ্যশস্য ও ওষুধ।

সর্বশেষ খবর