শিরোনাম
রবিবার, ১২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ভয়াবহতা চেপে রাখার কাজে চীনের দোসর হু

----- জন বোল্টন

প্রতিদিন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তাবিষয়ক সাবেক সহকারী জন বোল্টন বলেছেন, করোনাভাইরাসের ভয়াবহতা চেপে রাখার কাজের দোসর হয়েছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু)। এজন্য তিনি হু মহাপরিচালক ডা. ভেদরোস আধানম গ্যাব্রিয়েসুসের পদত্যাগ দাবি করেছেন।

অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত ‘পাকিস্তান টেলিগ্রাফ’-এ বলা হয়, বোল্টন ৬ এপ্রিল টুইট বার্তায় এ অভিযোগ তোলেন। তিনি লিখেছেন, করোনা ছড়িয়ে পড়লেও চীন তা চেপে রাখে। প্রতারণা করছিল দেশটি। তবু কমিউনিস্ট সরকারকে অন্ধভাবে বিশ্বাস করছিলেন ‘হু’ মহাপরিচালক ডা. গ্যাব্রিয়েসুস। তাই তার পদত্যাগের জন্য চাপ সৃষ্টিকারী সিনেটর টেউ ক্রাজ ও সিনেটর মার্কো রুবিওকে আমি সমর্থন করি। করোনার সূচনাকালেই বোঝা যাচ্ছিল যে, এটা মানুষ থেকে মানুষে যাচ্ছিল। কিন্তু জানুয়ারির শেষ ভাগ পর্যন্ত ‘হু’ এটা মানছিল না। স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করতে গিয়েও তা অনেক সময় নেয়। নিউইয়র্কভিত্তিক লেখক উইলফ্রেড চ্যান ‘দি নেশন’ পত্রিকায় লিখেছেন, তাইওয়ানের কর্মকর্তারা মহামারীর গোড়ার দিকেই হুঁশিয়ারি দিচ্ছিলেন। ওই সময় চীনের দ্বারা প্রভাবিত ‘হু’ তার বৈশ্বিক তথ্য নেটওয়ার্ক থেকে তাইওয়ানকে বিচ্ছিন্ন করে রাখে। তার খেসারত এখন সারা বিশ্ব দিচ্ছে। চীনা কমিউনিস্ট পার্টি ও ‘হু’র মধ্যকার অসাধু সংযোগ সম্পর্কে জানান দেওয়া প্রথম দেশ হলো জাপান। জাপানের উপপ্রধানমন্ত্রী তাও আসো বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম ‘হু’ রাখা ঠিক নয়। এর নাম হওয়া উচিত ‘চু’ মানে চাইনিজ হেলথ অর্গানাইজেশন।

সর্বশেষ খবর