সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনা মোকাবিলায় ফ্রন্টলাইনারদের জন্য আসছে স্বাস্থ্যবীমা সুবিধা

অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব জমা জীবন বীমার

রুকনুজ্জামান অঞ্জন

করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় যেসব চিকিৎসক-নার্স, সরকারি কর্মচারী, মাঠ পর্যায়ের প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামরিক বাহিনীর সদস্য মাঠে থেকে সরাসরি (ফ্রন্টলাইনে) কাজ করছেন তাদের জন্য ঝুঁকি বিবেচনায় বিশেষ স্বাস্থ্যবীমা সুবিধা দিতে যাচ্ছে সরকার। এ বিষয়ে রাষ্ট্রীয় বীমা সংস্থা জীবন বীমা করপোরেশন সরকারের কাছে একটি প্রস্তাব জমা দিয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।  সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জীবন বীমা করপোরেশনের প্রস্তাবটি নিয়ে গতকাল সভা করেছেন অর্থ সচিব আবদুর রউফ তালুকদার। ওই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীমা সুবিধার বিষয়ে যে ঘোষণা দিয়েছেন, সেটিকে অনুসরণ করেই বীমা সুবিধা চূড়ান্ত করতে বলা হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে ঝুঁকি বীমার ৩টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে : যথাক্রমে ৫, ৭ ও ১০ লাখ টাকা, যা মৃত্যুঝুঁকির ক্ষেত্রে ৫ গুণ বেড়ে যাবে।  এ বিষয়ে জানতে চাইলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. জাফর ইকবাল (বীমা পরীবিক্ষণ ও মূল্যায়ন) বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে দেশের মানুষকে সুরক্ষা দিতে সরকারের যেসব অফিশিয়াল ফ্রন্টলাইনে থেকে কাজ করছেন, তাদের ঝুঁকির বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। প্রধানমন্ত্রীও এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। সে নির্দেশনা অনুসারে জীবন বীমা করপোরেশন একটি প্রস্তাব জমা দিয়েছে। বিষয়টি নিয়ে অর্থ সচিবের নেতৃত্বে একটি সভাও হয়েছে আজ (গতকাল)। ঝুঁকি বীমা বাস্তবায়নের বিষয়ে দুয়েকদিনের মধ্যে একটি নীতিমালা জারি করা হবে বলে জানান তিনি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সূত্রগুলো জানায়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সরকারি হাসপাতালের ডাক্তার-নার্স, সামরিক বাহিনীর সদস্য, পুলিশসহ যারাই মাঠে থেকে বিভিন্নভাবে সরকারি নির্দেশনা পালন করে দেশের মানুষের সুরক্ষায় কাজ করছেন তারা সবাই এই স্বাস্থ্যবীমার আওতায় আসবেন। সম্প্রতি এক ভিডিও কনফারেন্সে করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসক, নার্সসহ যেসব স্বাস্থ্যকর্মী জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তাদের পুরস্কৃত করার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে এ সময় যারা কাজ না করে নিজেদের সুরক্ষার জন্য পালিয়ে বেড়াচ্ছেন তাদের প্রতি তিনি ক্ষোভ প্রকাশ করেন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি প্রশাসনের মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীসহ যারা প্রত্যক্ষভাবে কাজ করে যাচ্ছেন তাদের সবার জন্য স্বাস্থ্যবীমার ব্যবস্থা করে  দেবেন বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ খবর