সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

রাজধানীতে আড়তের তালা ভেঙে চাল চুরি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মালিবাগে একটি আড়তের তালা ভেঙে ১৫ বস্তা চাল ও প্রায় ২০ কার্টন তেল চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে চুরির এ ঘটনায় আড়ত থেকে কয়েকটি মোবাইল ফোনও নিয়ে যায় চোররা। সব মিলিয়ে প্রায় ৮০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হবে বলে জানিয়েছেন আড়তের মালিক মাহাবুব আলম।

তিনি জানান, মালিবাগের ১৭/ই শান্তিবাগ বাজার রোডে ‘আলম রাইস’ নামে তার একটি আড়ত রয়েছে। গতকাল সকালে তিনি আড়তে এসে দেখেন সামনের দিকে সাটারের তালা ভাঙা। ভিতরে গিয়ে দেখেন ২৫ কেজি ওজনের প্রায় ১৫টি চালের বস্তা এবং ২০টি তেলের কার্টন নিয়ে গেছে চোররা। এসব কার্টনে পাঁচ লিটার, দুই লিটার ও এক লিটার ওজনের তেলের বোতল ছিল। এ ছাড়াও চোররা আড়তে মোবাইলের ফ্লেক্সি ও বিকাশের জন্য রাখা কয়েকটি মোবাইল ফোন নিয়ে গেছে।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল হক বলেন, অভিযোগ পেলে আড়তের মালিককে আইনগত সহযোগিতা করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর