সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনাভাইরাস পরীক্ষা হবে চার বিশ্ববিদ্যালয়ে

নিজস্ব প্রতিবেদক

দেশের চারটি বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্তকরণের পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে এরই মধ্যে আদেশ জারি করেছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। আদেশে ওই চার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণের প্রয়োজনীয় অবকাঠামো যাচাই করে সেখানে পরীক্ষা শুরুর ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়। দেশের মোট ১১টি সরকারি বিশ্ববিদ্যালয়ে রিয়েল টাইম পিসিআর মেশিন রয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এরপর প্রাথমিকভাবে ওই চার বিশ্ববিদ্যালয়ে এ উদ্যোগ নেওয়া হলো। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানান, ওই চার বিশ্ববিদ্যালয় করোনা শনাক্তের পরীক্ষা করতে আগ্রহ প্রকাশ করেছে। প্রয়োজন হলে অন্য সাতটি বিশ্ববিদ্যালয়ে এই কাজ শুরু করা হবে।

যশোরে ২৪ ঘণ্টায় করা যাবে ২০০ পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, যশোর জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে দু-এক দিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে করোনা রোগীদের নমুনা পরীক্ষার কাজ। যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন তাঁর বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ২৪ ঘণ্টায় ২০০ রোগীর নমুনা পরীক্ষা সম্ভব বলে সরকারকে জানিয়েছেন। ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, নমুনা পরীক্ষার কিট পেলে তিনি প্রতিদিন অন্তত ২০০টি নমুনা পরীক্ষা করে ফলাফল দিতে পারবেন। উপাচার্য প্রথম থেকেই বলে আসছিলেন, যেহেতু এটি পাবলিক বিশ্ববিদ্যালয়, তাই এই দুঃসময়ে এটিকে জনগণের কাজে লাগাতে তাঁরা আন্তরিকভাবে চেষ্টা করে যাবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর