সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

৩০ হাজার কোটি টাকা যেভাবে বরাদ্দ হবে

নিজস্ব প্রতিবেদক

সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে। নীতিমালায় বলা হয়েছে, প্রণোদনা প্যাকেজের অর্থ কোনো ঋণ খেলাপি পাবে না। যে সব ঋণ খেলাপি বিভিন্ন সময়ে সরকারের দেওয়া সুযোগ নিয়ে তিন বারের বেশি তাদের ঋণ পুনঃতফসিল করেছেন, তারাও এই প্রণোদনার অর্থ পাবে না।  নীতিমালায় বলা হয়েছে, যে সব শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু সে সব প্রতিষ্ঠান এ সুবিধার আওতাভুক্ত হবে। প্রণীত নীতিমালায় বলা হয়েছে, প্যাকেজের মেয়াদ হবে তিন বছর। তবে কোনো একক গ্রাহকের অনুকূলে প্রদত্ত ঋণের জন্য সর্বোচ্চ এক বছর মেয়াদের জন্য এ প্যাকেজের আওতায় সরকার হতে ভর্তুকি পাওয়া যাবে। তফসিলি ব্যাংকের নিজস্ব ঋণ নীতিমালা অনুযায়ী ঋণ মঞ্জুরি অনুমোদিত হতে হবে। তবে প্রতিটি ঋণ বিতরণের পূর্বে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ হতে সম্মতিপত্র গ্রহণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের আওতায় ‘বিশেষ মনিটরিং ইউনিট’ নামে একটি ইউনিট থাকবে। এ প্যাকেজের আওতায় ঋণ/বিনিয়োগ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে তফসিলি ব্যাংকসমূহ উক্ত ইউনিটের সঙ্গে  যোগাযোগ করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর