মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বেতন পাননি ১৩৫৭ কারখানার শ্রমিক

৯১৭ কারখানার সাড়ে ১৬ লাখ শ্রমিক বেতন পেয়েছে : বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে তৈরি পোশাকশিল্পের ১ হাজার ৩৫৭টি কারখানার শ্রমিক এখনো গত মার্চ মাসের বেতন পাননি। তবে গতকাল দুপুর পর্যন্ত দেশের প্রধান এই রপ্তানি খাতের ৯১৭টি কারখানার মালিকরা তাদের সাড়ে ১৬ লাখ শ্রমিককে বেতন-ভাতা পরিশোধ করেছেন বলে জানিয়েছে বিজিএমইএ। যদিও আগামী ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে পোশাক মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

গতকাল দুপুরে গণমাধ্যমকে দেওয়া তথ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএ জানিয়েছে- বিজিএমইএ সদস্য ২ হাজার ২৭৪টি কারখানার মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ১২৪টি, গাজীপুরের ৩৫৯টি, নারায়ণগঞ্জ এলাকার ৮২, সাভারের ২০৭, চট্টগ্রামের ১১৪ এবং দেশের প্রত্যন্ত এলাকার ৪২টি পোশাক কারখানার মধ্যে ৩১টি পোশাকশিল্পের মালিকরা মোট ১৬ লাখ ৫০ হাজার ৬০০ শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর