বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
করোনায় হারিয়ে গেছে মানবিকতা

সুনামগঞ্জে গ্রামছাড়া হলেন অসহায় মা

সুনামগঞ্জ প্রতিনিধি

শাল্লা উপজেলায় প্রতিবেশীর বাড়ি যাওয়ায় করোনা সংক্রমিত হয়েছেন এমন সন্দেহে অশীতিপর বৃদ্ধা মাকে গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে ছেলে ও প্রতিবেশীদের বিরুদ্ধে। বাড়িছাড়া হয়ে অসহায় ওই বৃদ্ধা নারী গত চার দিন ধরে খাবার আর আশ্রয়ের খোঁজে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে ছেলেদের দাবি, তাদের মা মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাদের অগোচরেই বাড়ি থেকে রেব হয়ে অন্যের বাড়িতে গিয়ে খাবার ও আশ্রয় চাচ্ছিলেন। মঙ্গলবার উপজেলার হবিবপুর ইউপির নিয়ামতপুর গ্রামের মৃত অক্ষয় দাসের আশির্ধ্ব স্ত্রী অমৃতবালা দাস বাড়ির বারান্দায় ক্লান্ত শরীর নিয়ে বসে রয়েছেন- এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় বইতে শুরু করে। স্থানীয় সূত্র জানায়, করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন এমন সন্দেহে গত রবিবার তার ছেলে ও প্রতিবেশীরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এরপর তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। রাত কাটাচ্ছেন অন্যের বারান্দায়। অমৃতবালা জানান, ঢাকা থেকে এক প্রতিবেশী গ্রামে এসেছেন। ছেলেদের অভিযোগ তিনি ঢাকা ফেরত প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন। তাই তিনি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এতে পরিবারের সবাই সংক্রমিত হতে পারে। তাই তার দুই ছেলে ও ছেলের বউয়েরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছেলেরা ও প্রতিবেশীরা তাকে গ্রাম থেকে বের হয়ে যাওয়ার জন্য বলেছে। নিরুপায় হয়ে গ্রাম থেকে বের হয়ে এসেছেন। আশ্রয়হীন অবস্থায় মানেবতর জীবনযাপন করছেন। এদিকে, বুধবার ‘অমৃতবালাকে বাড়ি থেকে বের করে দেওয়ার’ অভিযোগের তদন্ত করেছে উপজেলা প্রশাসন। তদন্তের জন্য নিয়ামতপুর গ্রামে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য। শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মুক্তাদির হোসেন জানান, ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত নন। ছেলে ও গ্রামবাসী মিলে তাকে গ্রামছাড়া করার বিষয়টির তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর