বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

থামছে না ত্রাণের চাল চুরি

অভিযুক্ত চেয়ারম্যানের পক্ষে আদালতে এমপি, চার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পাঁচ মেম্বার বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন এলাকায় ওএমএস ও ত্রাণের চাল আত্মসাৎ ও চুরি অব্যাহত রয়েছে। এ অভিযোগে আটক হয়েছে একাধিক ব্যক্তি। এর মধ্যে জনপ্রতিনিধিসহ টিসিবির ডিলার, ব্যবসায়ীরা রয়েছেন। অভিযুক্ত এক চেয়ারম্যানের পক্ষে আদালতে হাজির হয়েছেন স্থানীয় সংসদ সদস্য। চাল চুরির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

পাবনা : ২২৯ বস্তা সরকারি ত্রাণের চালসহ পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী সরদারকে আটক ও আমিনপুর থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতারের ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিয়েছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবীর। মঙ্গলবার কোরবান আলী সরদারের পক্ষে জামিনের জন্য পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন আহমেদ ফিরোজ কবীর এমপি। তিনি বলেন, ঢালারচর একটি সন্ত্রাস ও চরমপন্থি অধ্যুষিত এলাকা। নিরাপত্তার স্বার্থে চেয়ারম্যান কোরবান আলী চালের বস্তা ইউনিয়ন পরিষদে না রেখে নিজ গুদামে মজুদ করছিলেন। কোনো একটি মহল তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তবে র‌্যাব ১২ পাবনা থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে চেয়ারম্যান কোরবান আলী সরদার উদ্ধারকৃত চাল কালোবাজারে বিক্রির চেষ্টা করছিলেন। এদিকে, ত্রাণের চাল চুরির অভিযোগে গ্রেফতার হওয়ায় সভাপতি কোরবান আলী সরদারকে আওয়ামী লীগের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বরিশাল : গৌরনদীতে ৫৪ বস্তা সরকারি চাল চুরি ও কালোবাজারে বিক্রির অভিযোগে খাঞ্জাপুর ইউনিয়নের ওএমএস ডিলার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি প্রদীপ দত্ত ও চাল ব্যবসায়ী পংকজ সাহাকে ছয় মাস করে কারাদ  ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জেলার হিজলা উপজেলার হরিনাথপুর গ্রাম থেকে ১০ বস্তা (৫৩০ কেজি) সরকারি চালসহ আটক এক ডিলারের সহযোগী স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউনুস সরদারকে তিন মাসের কারাদ  দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বরিশাল নগরী এবং সদর উপজেলার বুখাইনগর এলাকায় ১২টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোট ৭২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। চুয়াডাঙ্গা : দামুড়হুদায় সরকারি চাল পাচারের অভিযোগে সংসদ সদস্যের ভাতিজাসহ দুজনের ডিলারশিপ বাতিল করা হয়েছে। মঙ্গলবার বিকালে এ সংক্রান্ত আদেশ দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন। বাতিলকৃত ডিলাররা হলেন, চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের বড় ভাইয়ের ছেলে গিয়াস উদ্দিন ডেলিস এবং লোকনাথপুর গ্রামের ডিলার আবদুস সাত্তার। রংপুর : টিসিবির পণ্যের ডিলার ২৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আজমল উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আটককৃত ব্যবসায়ীদের স্বীকারোক্তি অনুযায়ী আজমলের কাছ থেকে তারা টিসিবির পণ্য কিনে বাড়িতে মজুদ করে রেখেছিলেন। এ ছাড়া বোতলা বৈশাখী ক্লাব মোড় এলাকায় অভিযান চালিয়ে লুৎফর রহমান নামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে টিসিবির ৫ লিটার ওজনের ৭ কার্টন ও ২ লিটার ওজনের ২৩ কার্টন সয়াবিন তেল এবং ৫০ কেজি ওজনের দুই বস্তা চিনি উদ্ধার করা হয়। এ ঘটনায় লুৎফুর রহমানকে আটক করে পুলিশ। চাঁদপুর : সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার শহরের বাসা থেকে ২ টন ত্রাণের (জিআর) চাল উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার তত্ত্বাবধানে চাল উদ্ধার করে সদর উপজেলার গোডাউনে নিয়ে রাখেন। নীলফামারী : অনিয়মের অভিযোগে খাদ্য বিভাগের দুই ডিলারের লাইসেন্সসহ ডিলারশিপ বাতিল করা হয়েছে। লাইসেন্স বাতিল হওয়া ব্যক্তিরা হলেন, সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দুহুলী এলাকার ডিলার হাবিবুর রহমান এবং চাপড়া সরমজানী ইউনিয়নের বাবড়িঝাড় এলাকার কামরুল ইসলাম।

কিশোরগঞ্জ : পৃথক অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল উদ্ধার ও সাতজনকে আটক করা হয়েছে। জেলার করিমগঞ্জ, হোসেনপুর, তাড়াইল, কুলিয়ারচর ও কটিয়াদী উপজেলায় এসব অভিযান পরিচালিত হয়। করিমগঞ্জ উপজেলার চামটাঘাট থেকে ২৫ বস্তা চাল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বাচ্চু মিয়া নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের রাহেলা গ্রামের আবু মিয়ার বাড়ি থেকে ১৭ বস্তা চাল উদ্ধার করে উপজেলা প্রশাসন। আবু মিয়া দামিহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ডিলার আইনুলের ভগ্নিপতি। এ ঘটনায় যুবলীগ নেতা ডিলার আইনুল ও তার বড় ভাই রমজানকে আটক করা হয়েছে।  কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আনন্দ বাজার মাজার শরিফের পাশে ডিলার নাসির উদ্দিনের গুদাম থেকে ৫৭ বস্তা চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় ডিলার নাসির উদ্দিনকে আটক করা হয়। কটিয়াদী উপজেলার করগাঁও এলাকায় একটি গুদাম থেকে ৪ বস্তা চাল ও ৩৫টি খালি বস্তা উদ্ধার করেন ইউএনও আখতারুন্নেছা। এ সময় গুদামের মালিক নাসির ও ডিলার নিখিলকে আটক করা হয়। নাটোর : সিংড়া থেকে ১০ টাকা কেজির ১৭১ বস্তা চালসহ ডিলার আসাদুজ্জামানকে আটক করেছে পুলিশ। সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ছাত্রাবাস থেকে চালগুলো আটক করে পুলিশ। ডিলার আসাদুজ্জামান ইটালী  ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের মামা। দুপুরে চালসহ ডিলারকে আটক করা হয়। নড়াইল : নড়াগাতি থানার জয়নগর ইউনিয়নের দুই মেম্বারকে তিন মাসের বিনাশ্রম কারাদ  এবং এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদ  দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ত্রাণের চাল চুরির অপরাধে গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা এ আদেশ দেন। এরা হলেন- জয়নগর ইউনিয়নের সংরক্ষিত মেম্বার রনি বেগম (৩৪) ও ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার  শেখ মোশাররফ হোসেন (৫২) এবং নড়াগাতি বাজারের ব্যবসায়ী সুভাষ সাহা (৩৫)। পটুয়াখালী : বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসা. লিপি বেগমকে সরকারি চাল ঘরে রাখার অপরাধে এক মাসের কারাদ  দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাউফলে সরকারি ৪২ টন চাল জব্দ করেছে পুলিশ। এ সময় চাল ব্যবসায়ী শাহাজাহান (৩৫) ও ট্রলার মালিক জয়নাল চৌকিদারকে আটক করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে বগা বন্দরের একটি গোডাউনে তোলার সময় পুলিশ ট্রলারসহ বিপুল পরিমাণ চাল জব্দ করে। কুমিল্লা : চাল চুরির দায়ে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও মুরাদনগরের দারোরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির ডিলারশিপ বাতিল করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। মুরাদনগরে চাল বিতরণে অনিয়মের দায়ে উপজেলার দারোরা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ও ডিলার নুরুজ্জামানকে অর্থদন্ড দিয়েছে উপজেলা খাদ্যবান্ধব কমিটি। বগুড়ায় : বগুড়ার গাবতলীতে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৬২ বস্তা চাল উদ্ধার ও এর সঙ্গে জড়িত দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। নেত্রকোনা : পূর্বধলা উপজেলার হোগলা বাজার থেকে গতকাল সকালে ২৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম জানান, চালগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। চক্রের সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিরা হলেন হোগলার চলিতডহর গ্রামের আমিন খানের ছেলে রাজীব খান ও নূর ইসলামের ছেলে সোহাগ খান। তারাকান্দা উপজেলার খামারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দীনের ভাতিজা আশরাফুল ইসলাম সরকার ওএমএস চালের ডিলার। খাগড়াছড়ি : ২৫৬ বস্তা চাল চুরির ঘটনায় যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ ও ছাত্রলীগের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হচ্ছে, মাটিরাঙা উপজেলার গোমতি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আবদুল মোমিন, তাইন্দং ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মো. আবদুল কাদের ও ইউপি মেম্বার জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন ও দীঘিনালা উপজেলার দক্ষিণ মেরুং ছাত্রলীগ সভাপতি জহির হোসেন। কুড়িগ্রাম : চিলমারী ও উলিপুরে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচি, ভিজিডি ও ভিজিএফের চাল বিক্রির সময় সামছুল ইসলাম নামে এক চাল ব্যবসায়ীর নিজ বাড়ি ও তার দোকান থেকে ত্রাণের ৬২ বস্তা চাল উদ্ধারসহ আটক ও উ?লিপুরের থেতরাই ইউ?নিয়নের পশ্চিম মাথা থে?কে ৮৭ কেজি চালসহ মঈফুল ইসলাম নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সামছুলের বাড়ি ও দোকানে চালের খালি ২২৯টি বস্তাও উদ্ধার করা হয়। ময়মনসিংহ : মুক্তাগাছায় দুটি ইউনিয়ন থেকে ৩২ বস্তা চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার ৮ নম্বর দাওগাঁও ইউনিয়নের চন্দনীআটা ও ৩ নম্বর তারাটী ইউনিয়নের বিরাশি গ্রাম থেকে এসব চালের বস্তা উদ্ধার করা হয়। তারাটী ইউনিয়নের ওএমএস চালের ডিলার শফিকুল ইসলাম বিপ্লবের স্ত্রী ফারজানা আক্তার বেলীকে আটক করা হয়েছে। চন্দনীআটা গ্রামের বেগমের বাড়ি থেকে ১১ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চাল সংশ্লিষ্ট এলাকার ডিলার গুলাশান মিয়া। বরখাস্ত আরও ৯ ইউপি চেয়ারম্যান ও সদস্য : ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে ৪ জন ইউপি চেয়ারম্যান ও ৫ জন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এ বিষয়ে গতকাল মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সাময়িক বরখাস্ত চেয়ারম্যানরা হলেন- পাবনা জেলার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের মো. কোরবান আলী, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী ইউনিয়ন পরিষদের মো. আবদুস সালাম, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়ন পরিষদের মো. আলাউদ্দিন পল্টু, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ১ নং আন্দারমানিক ইউনিয়ন পরিষদের কাজী শহিদুল ইসলাম। সাময়িক বরখাস্ত হওয়া সদস্যরা হলেন- কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মো. আবদুল মান্নান মোল্লা, ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মো. সেকান্দার মিয়া, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মো. সোহেল মিয়া, ভোলা জেলার লালমোহন উপজেলার ১ নং বদরপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মুহাম্মদ ওমর এবং একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মো. জুয়েল মিয়া। প্রজ্ঞাপনে বলা হয়, তারা করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকার প্রদত্ত খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ অথবা ভিজিডির চাল আত্মসাৎ অথবা জাটকা আহরণ বিরত থাকা জেলেদের জন্য সরকার প্রদত্ত খাদ্যশস্য বিতরণ না করে আত্মসাৎ ইত্যাদি কারণে গ্রেফতার হয়ে জেলহাজতে আছেন অথবা তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ইতিপূর্বে ত্রাণ বিতরণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন এবং এ বিষয়ে মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১২ এপ্রিল একজন ইউপি চেয়ারম্যান ও দুজন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। গতকাল আরও ৪ জন চেয়ারম্যান ও ৫ জন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হলো। এসব চেয়ারম্যান ও সদস্যের অপরাধমূলক কার্যক্রম জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়। একই সময় পৃথক কারণ দর্শানো নোটিসে কেন তাদের চূড়ান্তভাবে পদ থেকে অপসারণ করা হবে না তার জবাব পত্রপ্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে স্ব স্ব জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হয়।

চাল চুরির অভিযোগে আওয়ামী লীগ থেকে ১০ জন বহিষ্কার : ত্রাণের চাল চুরির অভিযোগে বিভিন্ন জেলায় কমপক্ষে ১০ জনকে বহিষ্কার করা হয়েছে। আর চাল চোরকে বাঁচানোর চেষ্টা করায় দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে পাবনার বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল বাতেনকে। বহিষ্কৃতরা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সারিয়াকান্দির কুতুবপুর ইউনিয়নের সভাপতি ও চেয়ারম্যান গাজীউল হক, শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাজু, নাটোরের সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও ডিলার আওয়াল হোসেন স্বপন এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শাহিন শাহ। বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী সরদার। আর কোরবান আলী সরদারকে দল থেকে বহিষ্কার না করে বরং পক্ষে অবস্থান নিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করায় বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল বাতেনকে সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করছেন। তাঁর সুস্পষ্ট বক্তব্য- মানুষের এই দুর্ভোগের সময় যারা দুর্নীতি করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের কঠোর শাস্তি পেতে হবে। আমরা নেত্রীর কথা অক্ষরে অক্ষরে পালনে অঙ্গীকারবদ্ধ। ইতিমধ্যে তা শুরু হয়েছে। মানুষের এই কষ্টের সময়ে যারা দুর্নীতিতে জড়িয়ে পড়বে, তাদের কঠোর শাস্তি পেতে হবে। শুধু দল থেকে বহিষ্কার নয়, তাদের আইনে সোপর্দ করা হচ্ছে। ইতিমধ্যে বগুড়া ও নাটোরের নেতাদের অপকর্মের দায়ে বহিষ্কার করা হয়েছে।

সর্বশেষ খবর