শিরোনাম
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

এশিয়ার দেশগুলো শূন্য প্রবৃদ্ধি দেখবে

আইএমএফের পূর্বাভাস

প্রতিদিন ডেস্ক

চলতি বছর এশিয়ার দেশগুলোর প্রবৃদ্ধি শূন্যের কোঠায় নামতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), যা কিনা গত ৬০ বছরের মধ্যে প্রথম। সবচেয়ে বেশি সমস্যায় পড়বে এশিয়ার সেবা খাত। কারণ, দেশে দেশে লকডাউনের কারণে বিমান খাত, কারখানা, দোকান, রেস্তোরাঁগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে আইএমএফ জানায়, ১৯৩০ সালের মহামন্দার পর এই প্রথম সবচেয়ে খারাপ অর্থনৈতিক অবস্থায় বিশ্ব। এবার এশিয়ার প্রবৃদ্ধি নিয়ে সতর্ক করল সংস্থাটি। আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক চ্যাং ইয়ং রি বলেছেন, সরকারগুলোকে এখন অসাধারণ কোনো পদক্ষেপ নিতে হবে। এখন যথারীতি ব্যবসায়ের সময় নয়।

এশিয়ার দেশগুলোকে অর্থনৈতিক নীতির সমস্ত সরঞ্জাম ব্যবহার করতে হবে। নীতিনির্ধারকদের অবশ্যই ভ্রমণ নিষেধাজ্ঞা, সামাজিক দূরত্ব নীতিমালা, অন্যান্য কঠোর নিয়ন্ত্রণব্যবস্থার কারণে ক্ষতিগ্রস্ত পরিবার ও সংস্থাগুলোকে সহায়তা করতে হবে। বিশ্লেষকরা মনে করছেন, করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্যে নামলে ২০০৮ সালের আর্থিক সংকটের চেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হবে।

কারণ, সে সময় প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৭ শতাংশ। করোনা মোকাবিলায় বেশির ভাগ দেশে জারি করা হয়েছে লকডাউন। স্থবির হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি। এর আগে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ বলেন, ‘এ সংকটের কারণে দুই বছরে বিশ্বের মোট দেশজ উৎপাদন কমতে পারে ৯ লাখ কোটি ডলার।

১৯৩০ সালের মহামন্দার পর এই প্রথম উন্নত, উন্নয়নশীল সব ক্যাটাগরির দেশই আর্থিক মন্দায় পতিত হচ্ছে।’

সর্বশেষ খবর