শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনা থেকে মুক্তির জন্য মসজিদে মসজিদে দোয়া

নিজস্ব প্রতিবেদক

করোনা থেকে মুক্তির জন্য মসজিদে মসজিদে দোয়া

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের তিনপাশের গেট বন্ধ, গেটের আশপাশে কেউ নেই। ভিতরে কয়েকজন মুসল্লি নিয়ে মসজিদের পেশ ইমাম মুফতি এহসানুল হক জিলানী নামাজ শেষ করলেন। গতকাল এমনই দেখা গেছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। শুধু বায়তুল মোকাররম নয়, রাজধানীসহ সারা দেশের মসজিদগুলোতেও একই পদ্ধতিতে নামাজ শেষ করা হয়েছে। প্রতিটি মসজিদে করোনাভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া প্রার্থনা করা হয়।

করোনাভাইরাস সংক্রমণ রোধে ইসলামী ফাউন্ডেশনের নিয়ম মেনে সারা দেশব্যাপী নামাজ আদায় করা হয়। নামাজের আগে প্রতিটি মসজিদে মাইকে জানিয়ে দেওয়া হয়, কোনো মুসল্লি  যেন মসজিদে না আসেন। যে যার অবস্থানে থেকে নামাজ আদায় করেন। এর পরই দেওয়া হয় জুমার আজান। বায়তুল মোকাররমে বাংলা এবং আরবিতে বয়ান করেন ইমাম মুফতি এহসানুল হক জিলানী। বয়ানে তিনি সবাইকে তওবা করার আহ্বান জানিয়ে বলেন,?আসুন সবাই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করি। তাহলে আল্লাহ আমাদের এই মহামারী থেকে মুক্তি দেবেন। তিনি একমাত্র মালিক যিনি এই পৃথিবীকে মহামারী থেকে রক্ষা করতে পারেন। তিনি বলেন, মানুষের পাপের কারণেই এই মহামারী। তাই সবাই পাপ কাজ ছেড়ে তওবা করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। তাহলে তিনি মাফ করে দেবেন। গতকাল ভিতরে ঢুকতে না পেরে অনেককে বাইরে দাঁড়িয়েই নামাজ আদায় করতে দেখা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর