বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

ভাড়াটিয়াকে বের করে দেওয়া বাড়িওয়ালা কারাগারে

আদালত প্রতিবেদক

রাজধানীর কলাবাগান থানা এলাকায় ভাড়াটিয়ার এক মাসের টাকা বকেয়া থাকায় মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া বাড়িওয়ালি নূর আক্তার শম্পাকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে ঢাকা মহানগর হাকিম মো. আবু সাঈদ এ আদেশ দেন।

এ বিষয়ে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক  শরীফ সাফায়েত হোসেন সাংবাদিকদের জানান,  মারধর ও হত্যাচেষ্টা মামলায় আসামি সম্পাকে গ্রেফতার করে সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন কলাবাগান থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান। এ সময় শম্পার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে অভিযুক্ত বাড়ির মালিক নূর আক্তার শম্পাকে গ্রেফতার করে র‌্যাব। মঙ্গলবার রাত ৮টার দিকে কলাবাগানের সেই বাড়ি থেকে শম্পাকে গ্রেফতার করা হয় বলে বাংলাদেশ প্রতিদিনকে জানায় র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর এইচ এম পারভেজ আরেফিন। এর আগে গত শনিবার মধ্য রাতে এক মাসের ভাড়া বকেয়া থাকায় ওই ভাড়াটিয়াকে মারধর করে বের করে দেওয়া হয়। বাড়ির মালিকের কাছে অনেক অনুনয় বিনয় করলেও তাদের কোনো কথা শোনেনি বাড়িটি মালিক। ঝড়ের রাতে জোর করে তিন শিশুসহ তাদের বের করে দেওয়ার পর বাড্ডায় এক স্বজনের বাসায় ঠাঁই হয় পরিবারটির।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর