বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ঢাকার বাজারে কাঁচা আমের ছড়াছড়ি

নিজস্ব প্রতিবেদক

ঢাকার বাজারে কাঁচা আমের ছড়াছড়ি

ঢাকার বাজারে কাঁচা আমের ছড়াছড়ি। করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই বাজার ভরপুর ভিটামিন সি-সমৃদ্ধ কাঁচা আমে। এ আম করোনা রোধে উপকারী এমন গুজব রয়েছে। তবে এর ভিত্তি পাওয়া যায়নি। ফলে অন্য বছরের চেয়ে এবার কাঁচা আমের চাহিদা বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। এজন্য দাম  কিছুটা চড়া। অন্যান্য বছর এ সময় যেখানে ২৫-৩০ টাকা কেজি দরে বিক্রি হতো এবার সেই কাঁচা আমের দাম ৮০ থেকে ১০০ টাকা। তবে মানভেদে কোনো কোনো বাজারে ৬০ টাকা কেজিতেও কাঁচা আম পাওয়া যাচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, আম চাষিরা বেশি দাম পাওয়ায় কাঁচা থাকতেই আম বিক্রি করে দিচ্ছেন। বাজারে কাঁচা আমের যে চাহিদা সে অনুপাতে সরবরাহ অনেক কম। এ কারণে দাম বাড়তি। বিক্রেতারা জানান, ভিটামিন সির অভাব মেটাতে শরবত তৈরির জন্য কাঁচা আম কিনছেন। ফলে অন্য সময়ের তুলনায় এখন কাঁচা আমের চাহিদা বেশি। গুজব রয়েছে, ভিটামিন সি করোনাভাইরাসের সংক্রমণ রোধে কাজ করে। এজন্য এবার চাহিদা বেশি ভিটামিন সি-সমৃদ্ধ কাঁচা আমের।

মিরপুর ১০ নম্বরের বাজারে দেখা যায়, ভালো মানের কাঁচা আমের কেজি ৮০ থেকে ১০০ টাকা। একই দামে কাঁচা আম বিক্রি হতে দেখা যায় রূপনগর বাজারে। তবে কিছুটা নিম্নমানের কাঁচা আম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে। বিক্রেতা মিলন বলেন, ‘আমাদের কাঁচা আম রাজশাহী থেকে আনা। এ আম চাষ করা হয় কাঁচা খাওয়ার জন্যই। এটা ঝড়ে পড়া আম নয়। একদম টাটকা, তাই দাম একটু বেশি। কয়েক দিনের পুরনো আম ৬০ টাকায় পাবেন।’

অন্য বিক্রেতা মিজান মিয়া বলেন, ‘কাঁচা আম সবচেয়ে বেশি বিক্রি হয় আচারের জন্য। তবে যে আম দিয়ে আচার হয়, সে আম এখনো আসা শুরু হয়নি। আচারের আম আরও কিছুদিন পর আসবে। তখন দামও কম থাকবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর