রবিবার, ২৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ভারতে আটকে পড়া আরও ১৬৬ বাংলাদেশি ফিরেছেন

প্রতিদিন ডেস্ক

ভারতে আটকে পড়া আরও ১৬৬ বাংলাদেশিকে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে চেন্নাই থেকে গতকাল বিকালে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ নিয়ে ভারতে আটকে পড়া মোট ৯৯৬ বাংলাদেশি ছয়টি বিশেষ ফ্লাইটে চেন্নাই ও দিল্লি থেকে দেশে ফিরে এলেন। এদের মধ্যে চেন্নাই পাঁচটি ফ্লাইটে ১৯ শিশুসহ মোট ৮৩৩ জন এবং দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এক শিশুসহ মোট ১৬৩ জন বাংলাদেশি। ভারতজুড়ে লকডাউনের কারণে সব ধরনের পরিবহন বন্ধ থাকলেও নয়াদিল্লির বাংলাদেশ  হাইকমিশনারের মাধ্যমে বাংলাদেশ সরকারের অনুরোধে সাড়া দিয়ে ভারত সরকার এই ফ্লাইটগুলো পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা করে। যাত্রীদের বিভিন্ন এলাকা থেকে বিমানবন্দরে এনে দেওয়াসহ আনুষঙ্গিক বিষয়ে ভারত সরকারের সংশ্লিষ্ট সব দফতরের সঙ্গে বাংলাদেশ মিশন থেকে কর্মকর্তা-কর্মচারীরা নিবিড়ভাবে কাজ করায় এ প্রত্যাবর্তন সম্ভব হয়েছে। আকশপথের পাশাপাশি কলকাতা, গোয়াহাটি ও আগরতলাসহ বাংলাদেশ মিশনসমূহের সহযোগিতায় স্থলপথে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি দেশে ফিরেছেন। ভারত সরকারের অনুমোদন নিয়ে সীমান্তবর্তী রাজ্যগুলোয় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। যেসব বাংলাদেশি এখনো ভারতে অবস্থান করছেন তাদের দেশে ফেরানোর জন্য বাংলাদেশ হাইকমিশন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

সর্বশেষ খবর