উত্তাল সাগরে নাচছে ডলফিন। মহামারী করোনাভাইরাসের কারণে বাংলাদেশসহ পৃথিবীর প্রায় সব দেশে চলছে লকডাউন। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। এমনকি সমুদ্রপথে পণ্য পরিবহনও কার্যত বন্ধ। পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো জনশূন্য। কক্সবাজার, কুয়াকাটা সমুদ্রসৈকত ভ্রমণেও রয়েছে নিষেধাজ্ঞা। দেশের সমুদ্রপথে টহল দিচ্ছে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল বোট, জাহাজ। টহল দিতে গিয়েই দেশ রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যরা দেখতে পেয়েছেন বঙ্গোপসাগরের অনেক স্থানে অনাবিল আনন্দে উত্তাল ঢেউয়ে ভেসে নাচছে ডলফিন। এসব ডলফিনের কোনোটি ছোট, কোনোটি বড়। এমন দৃশ্য নজর কাড়ে নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যদের। বাংলাদেশ নৌবাহিনীর একজন কর্মকর্তা বঙ্গোপসাগরে ডলফিনের আনন্দনৃত্যের কথা জানিয়েছেন বাংলাদেশ প্রতিদিনকে। বি এন আলী হায়দার নৌজাহাজের কমান্ডার নজরুল ইসলাম বলেছেন, সাগরে টহলের সময় তিনি দেখেছেন যুদ্ধজাহাজটির পাশে একদল ডলফিন নাচছে। কোনোটি ডিগবাজি দিচ্ছে। সাগরে থাকার সময় ডলফিনের নানা ধরনের কসরত দেখতে দেখতে অনেক সময় কেটেছে তাদের। এসব দিনে ঝাঁক ঝাঁক ‘বটলনোজ ডলফিন’ চোখে পড়েছে তাদের। তিনি দেখেছেন ঘণ্টার পর ঘণ্টা ডিগবাজি দিয়ে অগণিত ডলফিন সাঁতার কাটছে জাহাজের পাশে। বিষয়টি নজর কাড়ে তার মতো ওই জাহাজের অনেকেরই। তাদের মধ্যে একজন হুমায়ুন কবির বলেন, ‘প্রথমে অবাক হয়ে তাকিয়ে থেকেছি। কারণ বঙ্গোপসাগরে এমন দৃশ্য খুব বেশি দেখা যায় না। সব ধরনের নৌযান চলা বন্ধ থাকায় এখন এসব ডলফিন চোখে পড়ছে। অনেক সময় ওরা নাচতে নাচতে জাহাজের খুব কাছে চলে আসছিল। দীর্ঘ সমুদ্রবাসে আমরা এক এক সময় মাঝসাগরে জাহাজের গতি কমিয়ে ডলফিনের নাচ উপভোগ করেছি।’