রবিবার, ৭ জুন, ২০২০ ০০:০০ টা

প্রক্সি দিয়ে চাল চুরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রক্সি দিয়ে ভিজিএফ চাল চুরির অভিযোগ পাওয়া গেছে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় গত ৪ জুন ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আককাস আলীর বিরুদ্ধে অভিযোগও করেছেন ওই ভুক্তভোগী। ওই ভুক্তভোগী হলেন- সদরপুরের চর নাসিরপুর ইউনিয়নের বাসিন্দা ইদ্্িরস মাতুব্বর। তিনি এ প্রতিবেদককে জানান, ১৭ মাস আগে তার নামে ভিজিএফ কার্ড হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী সুরাইয়ার নামেও কার্ড হয়েছে বলে তিনি জানতে পারেন। আর কার্ড হওয়ার বিষয়টি তিনি জানতে পারেন ৫ মাস আগে। এরপর দেখেন তার নামে হওয়া কার্ডে চাল তুলে নেয় অন্যজন। তিনি চাল আনতে গিয়ে দেখেন তার টিপ সইয়ের ওপর অন্যজন সই দিয়ে চাল তুলে নিয়ে যায়। ঘটনাটি চেয়ারম্যানকে জানালেও তিনি এ বিষয়ে কোনো সুরাহা করেননি। এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে চর নাসিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আককাস আলী বলেন, তার ইউনিয়নের যে পরিমাণ মানুষ সেই তুলনায় বরাদ্দ খুব কম। তাই যে কোনো বরাদ্দ কিংবা এক কার্ড দুজন মিলে সমন্বয় করে খায়। অভিযোগকারীর কার্ডের সঙ্গে তার এক চাচাতো বোনও সমন্বয় করে চাল নিত। এ পর্যন্ত অর্ধেক চাল ইদ্রিসও নিয়েছে তার চাচাতো বোনও নিয়েছে। সব প্রমাণ তার কাছে আছে বলেও জানান। এ বিষয়ে জানতে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ খবর