রবিবার, ১৪ জুন, ২০২০ ০০:০০ টা
দৃষ্টান্ত

গাজীপুরে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষকের সৎকার করলেন মুসলিম যুবকরা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে হিন্দু ধর্মাবলম্বী এক প্রধান শিক্ষকের শেষকৃত্য করতে স্বগোত্রীয়রা এগিয়ে না আসায় স্থানীয় মুসলিম যুবকরাই এ কাজ করেছেন। করোনা উপসর্গ নিয়ে পরলোকগমন করায় ওই শিক্ষকের সৎকারে তার পরিবার, আত্মীয়-স্বজন, এমনকি হিন্দু সম্প্রদায়ের কোনো সংগঠনও এগিয়ে আসেনি।

ওই শিক্ষকের নাম হরিলাল দেবনাথ (৫৫)। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বাড়ি স্থানীয় মোক্তারপুর ইউনিয়নের মৈশাইর গ্রামে। স্থানীয়রা জানান, অসুস্থতার কারণে গত বুধবার রাতে হরিলাল দেবনাথ পরলোকগমন করেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। করোনা উপসর্গ নিয়ে ওই শিক্ষক মারা গেছেন- এমন সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে করোনা সংক্রমণের আতঙ্ক দেখা দেয়। পরদিন দুপুর পর্যন্ত লাশ বাড়িতে পড়ে থাকলেও হিন্দু সম্প্রদায়ের রীতি অনুযায়ী তার সৎকারে এগিয়ে আসেননি তার পরিবার, আত্মীয় স্বজন, এমনকি স্থানীয় হিন্দু সম্প্রদায় বা সনাতন ধর্মাবলম্বী কোনো সংগঠন। অবশেষে বৃহস্পতিবার বিকালে মৈশাইর গ্রামের কবির হোসেন পালোয়ানের নেতৃত্বে গ্রামের মুসলিম যুবকরা প্রিয় ওই শিক্ষকের শেষকৃত্য (সমাধি) সম্পন্ন করেন। সামাজিক দায়বদ্ধতার এ ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এ ব্যাপারে কবির হোসেন পালোয়ান জানান, দীর্ঘ সময়েও সনাতন ধর্মাবলম্বী কেউ এগিয়ে না আসায় মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকেই স্থানীয় কিছুসংখ্যক মুসলিম যুবকদের নিয়ে আমাদের প্রিয় শিক্ষকের শেষকৃত্য (সমাধি) অনুষ্ঠান সম্পন্ন করেছি।

সর্বশেষ খবর