শিরোনাম
মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ ০০:০০ টা

প্রয়োজনের অনিবার্যতা নির্ধারণ জরুরি

---- ড. জাহিদ হোসেন

প্রয়োজনের অনিবার্যতা নির্ধারণ জরুরি

বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশনের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেছেন, এখানে সব প্রকল্প তো একই ধরনের গুরুত্ব বহন করে না। আবার কিছু প্রকল্পের কাজ অনেক দূর এগিয়েছে। সেগুলো সমাপ্ত হতে বেশি দেরি হলে ক্ষতি হবে। সেটা তো বন্ধ করা যাবে না। ফলে গুরুত্ব বিবেচনায় নিয়ে মেগা প্রকল্পের অনিবার্যতা নির্ধারণ করে বাকিগুলোর কাজও বন্ধ রাখা যেতে পারে। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মেগা প্রকল্পের মধ্যেও অগ্রাধিকার চিহ্নিত করা দরকার। যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা ধরা যাক। বর্তমানে আমাদের বিদ্যুতের সরবরাহ চাহিদার তুলনায় বেশি। এটা যে রাতারাতি কমে যাবে তাও তো নয়। ফলে এটার জন্য বরাদ্দ রাখা বা কাজ বন্ধ রাখা দুটোই ভাবতে হবে নতুন করে। তবে এখানে কাউন্টার আলোচনা হতে পারে যে, আমরা যদি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বরাদ্দ না রাখি তাহলে তো রাশিয়া থেকে অর্থ আসবে না। কিন্তু কথা হলো, রাশিয়াও সমস্যার মধ্যে আছে তাই না? যেমন সারা বিশ্বই এখন সমসার মধ্যে আছে। ফলে রাশিয়া যে এখন টাকা দেবে তাও নিশ্চিত নয়। ফলে এটার কাজ তো এখন বন্ধ রাখাই যায়। আবার ধরুন অর্থনৈতিক অঞ্চল। এগুলোর কাজও এগিয়েছে। কতগুলোর কাজ এগোচ্ছে। এই যে মিরসরাইয়ে জাপানিজ ইকোনমিক জোন হচ্ছে, সেটির কাজ হয়তো এগোনো দরকার। কভিড-১৯ শেষ হয়ে গেলে সেখানে বিনিয়োগ আসবে। কিন্তু ১০০টি ইকোনমিক জোনের তো এখন কাজ করার দরকার নেই। কারণ এখন তো আর কেউ বিনিয়োগ করতে আসবে না। এখন তো সবাই সমস্যার মধ্যে আছে। এই করোনা যে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে তাও তো নয়। এটা অন্তত তিন বছর সময় নেবে। আবার ধরুন কর্ণফুলী টানেল। সেটিও তো মেগা প্রকল্প। কিন্তু সেটির কাজও হয়তো করা দরকার। কিন্তু এখানেও আমাদের অগ্রাধিকার ঠিক করতে হবে। ধরুন মেট্রোরেলের কথা। এর তো অনেক কম্পোনেন্ট আছে তাই না? এর মধ্যে সবচেয়ে বেশি এগিয়েছে লাইন-৬-এর কাজ। আর বাকিগুলোর তো কাজ শুরু হয়নি। খালি বেড়া দিয়ে বা সাইনবোর্ড দিয়ে বলা হয়েছে, এখানে প্রকল্পটা হবে। আবার কোথাও কোথাও একটা পিলারও ওঠেনি। সেটি বন্ধ রাখাই ভালো। শুধু সাইনবোর্ড দেওয়া হয়েছে এখানে প্রকল্পটা হবে। ফলে এখানে কম্পোনেন্টের গুরুত্ব বিবেচনায় নিতে হবে। আমরা যদি এখন অন্যগুলো বন্ধ রেখে শুধু লাইন-৬-এর কাজই করি, তাহলে একদিকে প্রকল্পটা সমাপ্ত হবে, অন্যদিকে ঢাকায় হয়তো যানজটও কছুটা কমবে। যার একটা ইতিবাচক প্রভাব অর্থনীতিতেও পড়বে। ফলে আমাদের এই মেগা প্রকল্পগুলোর মধ্যেও অগ্রাধিকার ব্যাসিসে কাজ করা দরকার। আবার দেখুন পদ্মা সেতুর কথা, সেটার কাজ তো হচ্ছে। এই কদিন আগেও স্প্যান বসানো হলো। তা তো আমরা দেখতেই পাচ্ছি। ফলে সেটির কাজ চলছে। চলুক। কিন্তু যেগুলোর পরামর্শক বা কর্মী নিজ দেশে চলে গেছে, সেটির কাজ তো চাইলেও আমরা করতে পারব না। আমাদের তো সে জনবল নেই যে, পুরো কাজটাই নিজেরা করতে পারব। তবে পদ্মা সেতুর কথা যদি আবারও বলি, ধরুন সেতুর কাজটা শেষ হলো কিন্তু সংযোগ সড়কের কাজ সমাপ্ত হলো না, তাহলে তো সেটি কাজে লাগল না। ফলে এখন এই পরিস্থিতি বিবেচনায় আমাদের সব মেগা প্রকল্পের কাজ চালু না রেখে অগ্রাধিকার দিয়ে একটি একটি করে শেষ করা যেতে পারে। নইলে তো এমন হয়ে যাবে যে, সব করতে গিয়ে পরে কোনোটারই কাজ আমরা শেষ করতে পারব না।

সর্বশেষ খবর