ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, এ মুহূর্তে গোটা মানবসভ্যতা ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে। যেখানে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। গতকাল এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। বিবৃতিতে পীর চরমোনাই আরও বলেন, প্রস্তাবিত বাজেট জনগণের ওপরে ঋণ ও সুদের বোঝা আরও বাড়িয়ে দেবে। স্মরণকালের সবচেয়ে বড় ঘাটতি বাজেটে করপোরেট করে ২.৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে বাজেটের ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ও বিদেশি খাত থেকে বাজেটের প্রকল্পিত ব্যয়ের ৩২.৮ শতাংশ টাকা ঋণ করার পরিকল্পনা করা হয়েছে। অভ্যন্তরীণ
খাত থেকেই ১৯.৪ শতাংশ, আর বিদেশি খাত থেকে ১৩.৪ শতাংশ টাকা। তার পরও করপোরেট করে এই ছাড় কেবলই ধনিক শ্রেণির স্বার্থ চিন্তা করেই দেওয়া হয়েছে। তিনি বলেন, এখন প্রশ্ন মুনাফার নয়, এখন প্রশ্ন বেঁচে থাকার। এ সময়ে অতিরিক্ত টাকার প্রয়োজন মেটাতে করপোরেট কর আরও বৃদ্ধি করে মানুষের বেঁচে থাকার ব্যবস্থা করার দরকার ছিল। কিন্তু সরকার তা না করে পুঁজিপতিদের আরও ছাড়ের ব্যবস্থা করে দিয়েছে। পীর চরমোনাই বলেন, করপোরেট কর কমানোর এই প্রস্তাব সমর্থন করা যায় না এবং করোনা পরিস্থিতিতে অতিরিক্ত টাকার প্রয়োজন মেটাতে এ অর্থবছরের জন্য অন্তত করপোরেট কর বৃদ্ধি করা প্রয়োজন ছিল।