মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০ ০০:০০ টা
বুড়িগঙ্গায় লঞ্চডুবি

ময়ূর-২ লঞ্চের মাস্টার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চ মর্নিং বার্ড ডুবে যাওয়া এবং যাত্রী নিহতের ঘটনায় ময়ূর-২ লঞ্চের মাস্টার মো. আবুল বাশার মোল্লাকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল ভোরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব বলছে, বুড়িগঙ্গা নদীতে মর্মান্তিক লঞ্চডুবির ঘটনার পর গ্রেফতার এড়াতে বিভিন্নস্থানে আত্মগোপনে ছিলেন আবুল বাসার। গতকাল কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান জানান, লঞ্চডুবির ঘটনায় ৩০ জুন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাসার এ মামলার দুই নম্বর আসামি। তিনি মাগুরার মোহম্মদপুর থানার মন্ডলগাতির কলাগাছি গ্রামের বাসিন্দা। ঘটনার পর আবুল বাসার আত্মগোপনে চলে যান। তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। ঘটনার দিন তিনি নিজ গ্রাম মাগুরাতে চলে যান। পরের দিন ফরিদপুরের আলফাডাঙ্গা চলে যান। সেখানে দুই দিন থাকার পর ফরিদপুরের বোয়ালমারী থানার আখালিপাড়া তার ভায়রার বাড়িতে অবস্থান করেন। সেখান থেকে আবুল বাসার ঢাকার দিকে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে, ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদ, ময়ূর-২ লঞ্চের কর্মচারী আব্দুস সালামকে গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত, গত ২৯ জুন পুরান ঢাকার শ্যামবাজার সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মুন্সীগঞ্জ থেকে আসা ছোট লঞ্চ মর্নি বার্ড ডুবে যায়। এই ঘটনায় ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর