বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রাম বন্দরে ভয়াবহ আগুন, তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের ৩ নম্বর শেডে (আমদানি-রপ্তানি পণ্য সংরক্ষণাগার) আগুন লাগে। হঠাৎ লাগা এ আগুনে হতবিহ্বল হয়ে পড়েন বন্দর জেটি ও শেডে থাকা কর্মকর্তা-কর্মচারীরা। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে বন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণ গাড়ির বাইরে কাজ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ও বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার ট্রাক। গতকাল বিকাল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে বন্দরসূত্রে জানা গেছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, ৩ নম্বর শেডে ধ্বংসযোগ্য কিছু পণ্য রাখা হয়েছিল। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ নির্ণয়ে বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলমকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলী আকবর ঘটনাস্থল থেকে সন্ধ্যা সোয়া ৭টায় বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। এখানে তরল জাতীয় পদার্থ ভর্তি ড্রাম, কাপড়ের রোল, নথিপত্রসহ বিভিন্ন ধরনের পুরনো পণ্যসামগ্রী দেখা যাচ্ছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা হবে বলে জানান তিনি।

বন্দরসূত্র জানান, ৩ নম্বর শেডে কেমিক্যাল, ফেব্রিক্সসহ বিভিন্ন ধরনের দাহ্য পণ্য থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে। এ সময় অনেক দূর থেকেও ধোঁয়ার কুন্ডলী দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে জেটি, ইয়ার্ড ও আশপাশ এলাকায়। শেডের কাছে ৩ ও ৪ নম্বর জেটিতে থাকা দুটি জাহাজ নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়ার জন্য পাইলট তোলা হলেও পরে আগুন নিয়ন্ত্রণে আসায় সরানো হয়নি।

সর্বশেষ খবর