শুক্রবার, ১৭ জুলাই, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

ঈদে চার জেলা থেকে চলাচল বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার রোধে ঈদের ছুটিতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে সরকারের স্বাস্থ্যসেবা বিভাগ। কভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির ফোকাল পয়েন্ট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত চিঠিতে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এই অনুরোধ করা হয়েছে। চিঠিতে বলা হয়, ‘কভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪তম সভার সুপারিশে করোনা সংক্রমণ বিস্তার প্রতিরোধের জন্য পবিত্র ঈদুল আজহার ছুটিতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম থেকে অন্যান্য  জেলায় যাতায়াত বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ অবস্থায় এসব জেলা  থেকে অন্যান্য                 জেলায় যাতায়াত বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো’।

প্রসঙ্গত, মহামারী করোনাভাইরাসে অধিক সংক্রমিত এই চার জেলার বিভিন্ন স্থান লকডাউন করা হয়েছে। চলাচলও সীমিত করা হয়েছে এসব জেলার বিভিন্ন অংশে।

সর্বশেষ খবর