বুধবার, ২২ জুলাই, ২০২০ ০০:০০ টা

রাজশাহীতে বন্দুকযুদ্ধে ধর্ষণে অভিযুক্ত নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলায় শ্যালিকাকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা দানকারী এখলাস আলী (২৮) র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এখলাস পুঠিয়ার গ-গোহালী গ্রামের কাশেমের ছেলে। গতকাল ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

শ্যালিকা ইভা খাতুনকে (১২) ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় পুঠিয়া থানায় দায়ের হওয়া মামলায় এখলাস আসামি ছিলেন। এপ্রিলের প্রথম সপ্তাহে ইভা দুলাভাই এখলাস আলীর বাড়িতে বেড়াতে যায়। এ সুযোগে এখলাস আলী জুসের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন অবস্থায় শ্যালিকা ইভাকে  ধর্ষণ করেন। পরে ৯ এপ্রিল দুপুরে পুঠিয়ার রামজীবনপুর গ্রামের নিজ বাড়িতে ফিরে লোকলজ্জায় ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ইভা আত্মহত্যা করে। এ ঘটনায় এখলাস আলী ও তার বাবা-মাকে আসামি করে পুঠিয়া থানায় মামলা করা হয়। মেধাবী ইভা রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। ধর্ষণের শিকার ইভার আত্মহত্যার দুই মাস পেরিয়ে গেলেও আসামিদের গ্রেফতার করতে না পারায় এ ঘটনায় বিচারের দাবি নিয়ে অবশেষে রাস্তায় নামেন তার হতভাগা বাবা। ১০ জুন বেলা সাড়ে ১১টার দিকে পুঠিয়া উপজেলা পরিষদের সামনে ইভার বাবা ভ্যানচালক সেলিম হোসেন বিচারের আশায় মেয়ের ছবি-সংবলিত একটি ব্যানার নিয়ে একাই দাঁড়িয়ে থেকে প্রতিবাদ জানান। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা পুঠিয়া উপজেলার পীরগাছা গ্রামের আকালু সরকারের আমবাগানে অভিযানে যান। সেখানে তারা মাদক ব্যবসায়ী এখলাস আলীকে আটক করার চেষ্টা করেন। এ সময় এখলাস আলী র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালান। র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে এখলাস গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ওয়ান শুটারগান ও ৪৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ভুক্তভোগীর বাবা ও মামলার বাদী ভ্যানচালক সেলিম হোসেন বলেন, ‘আমার নিষ্পাপ মেয়েটির যে করুণ অবস্থা করেছে, তার সঠিক বিচার আজ আল্লাহর রহমতে আমি পেয়েছি।’ পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এখলাস আলী নিহত হয়েছেন। র‌্যাব সদস্যরা তার লাশ থানায় দিয়েছেন।

সর্বশেষ খবর